বাংলাহান্ট ডেস্ক: বলিউডে শুধুই ক্যাটফাইট হয় না। নায়কদের মধ্যেও লাগে ঝামেলা। এমনকি প্রথম সারির নায়করাও নিজেদের মধ্যে চুলোচুলি বাঁধান। এমনি এক বিবাদের উদাহরণ, শাহরুখ খান (Shahrukh Khan) এবং সানি দেওল (Sunny Deol)। দুজনের মধ্যে ঝামেলা এমনি চরমে পৌঁছেছিল যে রেগেমেগে নিজের প্যান্টই ছিঁড়ে দিয়েছিলেন সানি!
এ ঘটনা ১৯৯৩ সালের, ‘ডর’ ছবির মুক্তির পরের। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন সানি এবং খলনায়ক হয়েছিলেন শাহরুখ। ডর ছবিতে নিজের চরিত্রটির জন্য ব্যাপক প্রশংসা পেয়েছিলেন কিং খান। কিন্তু এতে একেবারেই খুশি হননি সানি। সে সময়ের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন ছিলেন তিনি। তাই সানিকেই জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কোন চরিত্রে অভিনয় করতে চান, নায়ক নাকি খলনায়ক?
কিন্তু ছবি মুক্তির পর সমস্ত লাইমলাইট শাহরুখের দিকে চলে যাওয়াতে মেজাজ হারান সানি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নায়ক এবং খলনায়ক দুজনকেই ভালবেসেছে দর্শকরা। কিন্তু তিনি জানতেন না যে ছবিতে খলনায়ককে বেশি প্রাধান্য দেওয়া হবে।
এমনকি শাহরুখকে নাম না করে কটাক্ষ করে সানি আরো বলেছিলেন, তিনি যখন কোনো ছবিতে কাজ করেন, বিশ্বাসের সঙ্গে করেন। কিন্তু সমস্ত অভিনেতারা এমনটা করেন না। এভাবেই হয়তো নিজের স্টারডম তৈরি করেন তাঁরা।
অন্য একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন, একটি দৃশ্যে যেখানে শাহরুখ তাঁকে আঘাত করে, সেখানে তিনি এতটাই রেগেছিলেন যে নিজের প্যান্টের পকেটে হাত ভরে রেখেছিলেন। রাগের চোটে নিজের প্যান্টই ছিঁড়ে ফেলেছিলেন তিনি!
সানি ক্ষোভ উগরে দিলেও বিষয়টা নিয়ে মন্তব্য করতে শোনা যায়নি শাহরুখকে। ডর ছবির জন্য প্রভূত প্রশংসা পেয়েছিলেন তিনি। তবে এই বিবাদের পর রাগ করে শাহরুখের সঙ্গে ১৬ বছর একটাও কথা বলেননি সানি দেওল।