বাংলাহান্ট ডেস্ক: নভেম্বরেই গোয়ায় আসর বসতে চলেছে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Indian International Film Festival)। এবার ৫৩ তম বর্ষে পা দিতে চলেছে এই চলচ্চিত্র উৎসব। গোটা দেশের বিভিন্ন ভাষার সেরার সেরা ছবি স্থান করে নেয় এই উৎসবে। বলা বাহুল্য, ছবি নির্মাতাদের কাছে এই চলচ্চিত্র উৎসবে নিজের ছবি প্রদর্শনীর সুযোগ পাওয়া কম কথা নয়। সেখানেই ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে জায়গা করে নিল দুটি বাংলা ছবি।
অরিন্দম শীল পরিচালিত ‘মহানন্দা’ এবং অভিজিৎ সেনের ‘টনিক’, এই দুটি ছবি জায়গা পেয়েছে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে। তার মধ্যে থেকে ফিচার ফিল্মের বিভাগে জায়গা করে নিয়েছে মহানন্দা এবং মেইন স্ট্রিম ছবির মধ্যে রয়েছে টনিক। মহাশ্বেতা দেবীর জীবনকাহিনির উপরে আধারিত ছবি মহানন্দা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী।
মোট ৩৫৪ টি ছবির মধ্যে থেকে চূড়ান্ত ২৫ টি ছবি বেছে নিয়েছেন ১২ জন জুরি সদস্য। মহানন্দাই একমাত্র বাংলা ছবি যা জায়গা করে নিয়েছে এই তালিকায়। এই প্রথম গোয়ায় ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল অরিন্দম শীলের ছবি। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত পরিচালক। ফিচার ফিল্মের তালিকায় তামিল ছবি জয় ভীম, সত্যজিৎ রায়ছর তারিণী খুড়োর গল্প অবলম্বনে তৈরি হিন্দি ছবি দ্য স্টোরিটেলারও জায়গা করে নিয়েছে।
অন্যদিকে মেইন স্ট্রিম ফিল্মের তালিকায় উঠে এসেছে দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের ‘টনিক’। একই তালিকায় রয়েছে আর আর আর এবং দ্য কাশ্মীর ফাইলসের মতো ছবি। উচ্ছ্বসিত দেব বলেন, যে বিভাগে রাজামৌলির ছবি রয়েছে সেই একই বিভাগে টনিক। বাংলা ছবি এগিয়ে যাচ্ছে এটাই প্রমাণ।
কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম ব্লকবাস্টার ছবি ‘অপরাজিত’ অদ্ভূত ভাবে বাদ পড়েছে প্রদর্শনী থেকে। নির্মাতাদের তরফে জানানো হয়, কোনো প্রযুক্তিগত সমস্যাই হয়নি। জুরির সদস্যরাই বাদ দিয়েছে অপরাজিতকে।