অবশেষে দিল্লিতে অনুব্রত কন্যা, গরু পাচার কাণ্ডের তদন্তে ED অফিসারদের সামনে হাজিরা

বাংলাহান্ট ডেস্ক : আজ অর্থাৎ ২রা নভেম্বর সকালে অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) মেয়ে দিল্লীর ইডির অফিসে উপস্থিত হয়েছেন। গোরু পাচার কান্ড নিয়েই জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকেরা। প্রথমে অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলকে সেখানে বেশ কিছুক্ষন বসিয়ে রাখা হয়। তারপর শুরু হয় তাঁকে জেরা করা। গোরু পাচার কান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই সুকন্যাকে দিল্লীর এপিজে আবদুল কালাম রোডে ইডির অফিসে ডাক পাঠানো হয়।

গোয়েন্দাদের অনুমান, গোরু পাচার কান্ড শুধু বাঁকুড়া নয় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা আর হুগলী জেলার বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়েছিল। সেখান থেকেই ধীরে ধীরে নাম উঠে আসে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের। সুকন্যা ছাড়াও অনুব্রত-র দেহরক্ষী সায়গল হোসেনের স্ত্রী এবং মা-কেও ডেকে পাঠিয়েছে ইডি।

সংবাদ সূত্রে খবর আজ অর্থাৎ বুধবার সায়গল হোসেন-কে সামনাসামনি বসিয়ে জেরা করতে পারে ইডি এবং এর আধিকারিকরা। ইডি তরফ থেকে এর আগেই আদালতে জানানো হয়, গরু পাচার মামলায় তদন্তের জন্য তলব করা হতে পারে বেশ কয়েকজনকে। সেই জিজ্ঞাসাবদের জন্যই গত ২৭ শে অক্টোবর অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে ডেকে পাঠায় ইডি। পূর্বেই গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন।

sukanya

এরপর তদন্তকারীরা সুকন্যা মন্ডলের সাথে তলব করে সায়গলের স্ত্রী ও মাকে। যদিও তখন সুকন্যা মণ্ডল জানিয়েছিলেন যে বান্ধবীর মায়ের চিকিৎসার জন্য তিনি রয়েছেন ভিন রাজ্যে। সেই সময় বান্ধবীর মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান সুকন্যা মন্ডল। এরপর ইডির তরফ থেকে তাকে ইমেইল মারফত জানানো হয় যে ২ নভেম্বর সুকন্যা মণ্ডলকে হাজিরা দিতে হবে ইডির অফিসে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর