ফেসবুকে চাকরি নিয়ে জান কানাডা, ২ দিনেই ছাঁটাই! স্বপ্নভঙ্গ খড়গপুর আইআইটি ছাত্রের

বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগে পৃথিবী বিখ্যাত সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটায় চাকরি পেয়েছিলেন খড়গপুর আইআইটির ছাত্র। তাকে জানানো হয়েছিল চাকরিতে যোগ দেওয়ার জন্য যেতে হবে কানাডায়। সেই মতো চাকরিতে যোগ দিতে খড়গপুর আইআইটির হিমাংশু ভি নামের এই প্রাক্তন ছাত্র পৌঁছান কানাডায়। সেখানে পৌঁছে সময়মতো যোগদান করেন মেটার অফিসে। কিন্তু মাত্র দুই দিনের মাথায় তাকে ছাঁটাই করা হলো মেটার পক্ষ থেকে। কর্মসন্ধানী বিশেষ ওয়েবসাইট লিঙ্কডইনে হিমাংশু নিজেই এই কথা সবাইকে জানিয়েছেন।

হিমাংশু লিঙ্কডইনে একটি পোস্টে লিখেছেন, সম্প্রতি সারা বিশ্ব জুড়ে মেটা তাদের কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রক্রিয়ার ফাঁদে পড়েই তার চাকরি চলে গিয়েছে। বিদেশে নতুন চাকরি পাওয়ার পর স্বভাবতই তিনি খুব খুশি হয়েছিলেন। কিন্তু বর্তমানে বিদেশে এইরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর ভবিষ্যতে কি করবেন তা ভেবে উঠতে পারছেন না।

এছাড়াও এই পোষ্টের মাধ্যমে হিমাংশু নতুন চাকরির খোঁজ করেছেন। তিনি সবার কাছে অনুরোধ করেছেন, ভারত ও কানাডায় কোন সফটওয়্যার কোম্পানিতে যদি কর্মখালি থাকে তাহলে তাকে যেন জানানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য, মেটা বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, তারা ছাঁটাই করতে চলেছে প্রায় এগারো হাজার কর্মীকে। সংস্থা এই বিজ্ঞপ্তিতে আরো জানায় তারা তাদের মোট কর্মী সংখ্যার ১৩ শতাংশ হ্রাস করতে চাইছে।

Kharagpur iit job left

মার্ক জুকারবার্গ সংস্থার প্রধান হিসেবে এই ঘটনার জন্য সবার কাছে ক্ষমাও চেয়ে নেন। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, ‘মেটাভার্স’ প্রকল্পের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থা বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত লাভের মুখ দেখতে পারেনি মেটা। তাই নিজেদের ক্ষতি কিছুটা পরিমাণ সামাল দেওয়ার জন্য কর্মী ছাঁটাই এর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর