বাংলা হান্ট ডেস্কঃ সম্পূর্ণ বিশ্বের বিবরণ লেখার সময়কালে টাইটানিক যে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হবে, তা বলাবাহুল্য। চোখধাঁধানো এই জাহাজ নিয়ে পরবর্তীতে নির্মিত হয় সিনেমা আর এবার অনেকটা টাইটানিকের আদলেই নতুন এক লঞ্চের উদ্বোধন করা হলো বাংলাদেশে (Bangladesh)। বরিশাল (Barishal) থেকে ঢাকা (Dhaka) পর্যন্ত চলবে বিলাসবহুল এই বাহনটি।
সংবাদমাধ্যম সূত্রের খবর, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ এই লঞ্চটির উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সুন্দরবন ১৬ নামক লঞ্চটিতে সর্বাধিক যাত্রী চড়তে পারবেন। এক্ষেত্রে টাইটানিকের আদলে নির্মিত লঞ্চটির প্রযুক্তি থেকে শুরু করে সজ্জাতেও আধুনিকত্ব নিয়ে আসা হয়েছে।
সুন্দরবন ১৬-এর বিবরণ দেখে নেওয়া যাক।
লঞ্চের বিবরণ
‘সুন্দরবন ১৬’-বাহনটিতে আধুনিকত্বের সকল ব্যবস্থাপনা করা হয়েছে। এটির দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ৩৬০ ফুট ও ৬০ ফুট। এতে উচ্চ এবং নিম্ন ডেকের পাশাপাশি ২৫০ টি প্রথম শ্রেণীর কেবিন অন্তর্ভুক্ত করা হয়েছে। লঞ্চটিতে যাতায়াত করতে পারবেন মোট ১৩৫০ জন যাত্রী। এছাড়াও আধুনিক শৌচাগারের পাশাপাশি একাধিক ভিআইপি রুম থাকবে বাহনটিতে।
শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ফুডকোর্ট
বরিশাল থেকে ঢাকা পর্যন্ত উদ্বোধন হওয়া লঞ্চে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পাশাপাশি ফুড কোর্ট পর্যন্ত রাখা হয়েছে। যাত্রীদের কথা ভেবেই নানান রকমের খাবার পাওয়া যাবে বাহনটিতে।
নিরাপত্তা এবং ইন্টারনেট পরিষেবা যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি লঞ্চটিতে ইন্টারনেট (ওয়াইফাই সিস্টেম) ইনস্টল করা হয়েছে বলে খবর।
এছাড়াও সকল যাত্রীদের চিকিৎসার জন্য ফার্মেসি এবং অন্যান্য একাধিক ব্যবস্থা রয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, কয়েক মাস পূর্বে পদ্মা সেতু চালু হওয়ার কারণে কারণে বর্তমানে নৌবাহনগুলি ক্ষতির মুখোমুখি হয়ে চলেছে আর এর মাঝে বর্তমানে সুন্দরবন ১৬ লঞ্চের উদ্বোধন দেশবাসীর মধ্যে যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছে।