রাজ্য জুড়ে থমকে শীত! আশা জাগিয়েও দেখা নেই কনকনে উত্তুরে বাতাসের, কবে জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা ?

বাংলাহান্ট ডেস্ক : শীতের দেখা নাই রে, শীতের দেখা নাই! নভেম্বর মাসের শুরু থেকেই শুরু হয় পারদ পতন। কিছুটা হলেও আশা জাগায় সাধারণ মানুষের মনে। কিন্তু, কোথায় কী! জাঁকিয়ে ঠান্ডা পড়ছে কই? আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, জমাটি ঠান্ডার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে পড়তে চলেছে জমাটি ঠান্ডা।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৬২%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬২%

আজকের আবহাওয়া : গত কয়েকদিনের থেকে কিছুটা বাড়ল কলকাতার তাপমাত্রা পারদ। গতকাল সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৭৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। রবিবার সকালের দিকে শীত শীত অনুভূত হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের আকাশ থাকবে মেঘলা। তবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন বাতাস থাকবে শুষ্ক।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে পারদ পতনের সম্ভাবনা। আবহাওয়াতে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন না হলেও সেখানে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলেই জানা যাচ্ছে। পাহাড়ের জেলাগুলিতেও নেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অভিমুখী হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। তা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু উপকূলে পৌঁছতে পারে। এর সরাসরি কোনও রকম প্রভাব বাংলায় পড়বে না।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শুরু হয়েছে পারদ পতন। পশ্চিমের জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে অনেকটাই। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বড় কোনও বদলের সম্ভাবনা নেই। সকাল এবং রাতের দিকে শীত অনুভূত হবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। তবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে।

আগামীকালের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। আগামী সপ্তাহে আরও একটু নীচে নামতে পারে পারদ। শীতের স্পেল চলবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

Sudipto

সম্পর্কিত খবর