এবার বিশ্বকাপের মঞ্চে রিমুভ এটিকে! প্রতিবাদের নতুন দৃষ্টান্ত স্থাপন করলো সবুজ মেরুণ সমর্থকরা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ফুটবল বিশ্ব মেতে রয়েছে কাতার বিশ্বকাপ নিয়ে। বাংলার ফুটবলপ্রেমীরাও তার ব্যাতিক্রম নন। কিন্তু তার মধ্যে থেকেও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না চিরপরিচিত ইস্টবেঙ্গল মোহনবাগান আবেগ। কাতার বিশ্বকাপে সেই আবেগের একটা চিত্রই ধরা পড়লো এবার।

দু বছর আগে যখন এটিকে এবং মোহনবাগান মার্জ হয়ে এটিকে মোহনবাগান নামক নতুন ফুটবল এনটিটি তৈরি হয়েছে, তখন থেকেই অনেক সহজ মেরুন সমর্থক বিষয়টিকে মেনে নিতে পারেননি। তাদের নামের আগে কেন আরেকটি ক্লাবের নাম নিয়ে তাদেরকে মাঠে নামতে হবে এই নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন তারা গত দুই বছর ধরে। যদিও তাতে বিশেষ লাভ কিছু হয়নি।

এবার কাতার বিশ্বকাপের মঞ্চেও দেখা গেল এই চিত্র। গুটিকয়েক মোহনবাগান সমর্থক সার্বিয়া বনাম ক্যামেরুন ম্যাচে উপস্থিত হয়েছিলেন “রিমুভ এটিকে” লেখা ব্যানার নিয়ে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ থেকে তারা নিজেদের বক্তব্য গোটা বিশ্বের সামনে তুলে ধরলেন।

প্রকাশ্যে আসা মাত্র সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এই ছবি শেয়ার করে আরো অনেক মোহনবাগান ভক্ত নিজেদের সমর্থন জানিয়েছেন এই বার্তার প্রতি। ইস্টবেঙ্গল ভক্তরা অবশ্যই এই সুযোগে ব্যঙ্গ করতেও ছাড়েননি।

দুই দলই নিজেদের শেষ ম্যাচে বিশ্বকাপ চলাকালীনই দুর্দান্ত জয় পেয়েছে। এফসি গোয়ার কাছে অ্যাওয়ে ম্যাচে ৩-০ ফলে হারের পর ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলে ভালো জায়গায় রয়েছে তারা। অপরদিকে ঘরের মাঠে এগিয়ে গিয়েও ওড়িশা এফসি-র কাছে বিশ্রী হারের পর অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়ে ইস্টবেঙ্গলও সমর্থকদের খুশি করেছে।

X