বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি লাইমলাইটে এসেছেন পাকিস্তানের একজন ইউটিউবার। তিনি তার সদ্য বিবাহিতা স্ত্রীকে একটি গাধার বাচ্চা উপহার দিয়েছেন। ইউটিউবার নিজেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘটনার ভিডিও শেয়ার করেছেন। তার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এই পশুপ্রেমিক ইউটিউবারের নাম আজলান শাহ, তার স্ত্রীর নাম ওয়ারিশা। গাধাটি উপহার দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজলান বলেন- প্রথমত, ওয়ারিশা গাধার বাচ্চা খুব পছন্দ করে। দ্বিতীয়ত, এটি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং পরিশ্রমী প্রাণী। আপনাদের বলে রাখি যে আজলান শাহ পাকিস্তানের একজন বিখ্যাত ইউটিউবার। তার অনেক ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি তিনি বিয়ে করেছেন ওয়ারিশাকে। বিয়ের পর ছিল রিসেপশন। এই বিবাহোত্তর অনুষ্ঠানে আজলান ওয়ারিশাকে তার পছন্দের একটি উপহার দেয়, যা একটি গাধার বাচ্চা। দুজনেই এখন এই গাধার বাচ্চাকে দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন।
আজলান বলেন- ‘আমি জানতাম ওয়ারিশা গাধা বাচ্চাদের খুব পছন্দ করে, তাই বিয়ের উপহার হিসেবে তাকে এই উপহার দিয়েছিলাম। রিসেপশনে স্বামী-স্ত্রী দুজনকেই বলিউডের গান ‘এক মে অর এক তু, দনো মিলে ইসতারহা…’ এবং ‘মেরে মেহবুব মেরে সানাম শুকরিয়া মেহেরবানি করম… ‘- তে নাচতেও দেখা যায়।
ইউটিউবার আজলান শাহ আরও বলেছেন যে তিনি গাধার বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করেননি। তাকেও সঙ্গে নিয়ে এসেছেন। দুটি পশুই তিনি ৩০ হাজার টাকায় কিনেছেন। আজনাল বলছেন, এখন আর এই পশুগুলিকে কাজ করতে হবে না। দুজনেই আমার খামারে সুখে থাকবে। বিবিসির সঙ্গে আলাপচারিতায় আজলান বলেন, আমার মতো ওয়ারিশাও একজন পশুপ্রেমী। তাকে সারপ্রাইজ গিফট দিয়েছি। মানুষ আমাদের সম্পর্কে কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না।