বাংলাহান্ট ডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পৌরহিত্যে ৪৮ তম জিএসটি কাউন্সিলের (48th GST Council Meeting) বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকে পান মশলা ও গুটখার উপর অতিরিক্ত জিএসটি চাপানো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠক শেষে অর্থমন্ত্রী জানালেন, কোনও পণ্যের উপরই নতুন করে কর বসানো হচ্ছে না। একইসঙ্গে তিনি জানালেন, সময় না থাকায় অনেক বিষয় নিয়ে আলোচনাই করা হয়নি।
এ দিন সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, “এই জিএসটি কাউন্সিলের বৈঠকে কোনও পণ্যের উপর কর বাড়ানো হচ্ছে না। নতুন কোনও কর কাঠামোও চালু হয়নি। যে বিষয়গুলি নিয়ে ধন্দ ছিল, সেগুলি কাটানোর জন্য আলোচনা করা হয়েছে।” শনিবারের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি।
সময়ের অভাবে ১৫টি বিষয়ের মধ্যে মাত্র আটটি বিষয় নিয়ে আলোচনা করা গিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। পান মশলা ও গুটখার কর ফাঁকির বিষয়টি রোখার ব্যাপারে আলোচনা হয়নি। একইসঙ্গে জিএসটির জন্য অ্যাপিল ট্রাইবুনাল গঠনের ব্যাপারেও কথা হয়নি। এছাড়াও অনলাইন গেমিং-এ কর বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়নি।
বৈঠকের পর রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, খোসাযুক্ত ডালে কর তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বে মন্ত্রীদের কমিটি কয়েক দিন আগে এ বিষয়ে তাঁদের রিপোর্ট জমা দিয়েছিলেন। সময়ের অভাবে মন্ত্রীদের দেওয়া রিপোর্ট জিএসটি কাউন্সিলের সদস্যদেরও দেওয়া হয়নি।
উল্লেখ্য, কর সংক্রান্ত সব সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল। তার নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই কাউন্সিলে থাকেন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা। শনিবার সেই কাউন্সিলের ৪৮ তম বৈঠক ছিল। গত জুনে ৪৭ তম কাউন্সিলের বৈঠক হয়েছিল। তারপরে হেরফের হয়েছিল এলইডি ল্যাম্প, হিটার-সহ একাধিক পণ্যের দামে। তবে এই বৈঠকে তেমন কিছু না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা।