হঠাৎ বিকট শব্দ, বরানগরে বাড়ি ভেঙে মৃত্যু এক মহিলার। নেপথ্যে কি প্রমোটিং যোগ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বরানগরে হঠাৎ পুরনো বাড়ির এক তলা ছাদ ভেঙে পড়ল। ছাদ ভেঙে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বরানগরের টি এন চ্যাটার্জী রোডে। পুলিশ মহিলার মৃত্দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এখনও পরিষ্কার নয় যে ঠিক কি কারনে এই ঘটনাটি ঘটেছে। ভেঙে পড়া বাড়ির পার্শ্ববর্তী একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে গোটা এলাকা হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে। এরপর সবাই লক্ষ্য করেন ওই এলাকার একটি পুরনো বাড়ির এক তলা ছাদ ধসে পড়ছে। ঘটনাস্থলে এরপর পৌঁছায় পুলিশ। চেষ্টা করা হয় ধ্বংসস্তূপ সরানোর। রাজমিস্ত্রির সাহায্যে সেই ধ্বংসস্তূপ সরানো হয়। এরপর সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় বছর পঞ্চাশের সুমিতা মাইতির মৃতদেহ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্যাসের গন্ধ পেয়েছেন তারা ঘটনাস্থল থেকে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে মহিলা হয়ত রান্না করছিলেন দুর্ঘটনার সময়। ঠিক সেই সময় বাড়ির ছাদ ভেঙে পড়ায় তার মৃত্যু হয়। গ্যাসের পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় গন্ধ ছড়িয়ে থাকতে পারে। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সাউথ অজয় প্রসাদ ইতিমধ্যেই পরিদর্শন করেছেন ঘটনাস্থল। ফরেনসিক টিমও পৌঁছেছে ঘটনাস্থলে।building collapsed

কিন্তু মৃত মহিলার মেয়ে মিঠু বিশ্বাস তুলেছেন চাঞ্চল্যকর অভিযোগ। তিনি জানিয়েছেন,যে অংশটি ভেঙে পড়েছে সেই অংশটি কিছুদিন আগেই সারানো হয়। এক্ষেত্রে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন তিনি। মৃত মহিলার মেয়ে দাবি করেছেন, বাড়িটি প্রমোটারকে দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে তার মায়ের সাথে কাকার অশান্তি চলছিল। চাপ দেওয়া হচ্ছিল বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। তাই তিনি মনে করছেন এই ঘটনার পিছনে প্রমোটিং যোগ থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা সম্ভব হয়নি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X