বাংলা হান্ট ডেস্কঃ ভোটে থাকলেও দলে নেই! মঙ্গলবার এমনটা জানিয়েই তৃণমূল ছাড়লেন মেঘালয়ের (Meghalaya) আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) এক তৃণমূল প্রার্থী (TMC Candidate)। জানা গিয়েছে জোড়াফুল ছাড়লেও ভোটে অংশগ্রহণ করবেন তিঁনি। তবে নির্দল প্রার্থী হিসেবে। একদিকে যখন মঙ্গলবার মেঘালয়ের শিলঙে বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঠিক সেই একই দিনে সন্ধ্যায় দল ছাড়ার কথা ঘোষণা করলেন তৃণমূল প্রার্থী।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যাতেই শিলং প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের আয়োজন করে দল ছাড়ার ছাড়ার কথা ঘোষণা করেন পিন্থোরুমক্রাহ্ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সাম্বোরলাং ডিয়েংডোহ্। কিন্তু তিঁনি এও জানান দল ছাড়লেও, ওই আসন থেকেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তবে নির্দল প্রার্থী হিসেবে। প্রসঙ্গত, গত বছর ঘাসফুলে যোগদান করেছিলেন স্থানীয় সমাজসেবী হিসাবে সু-পরিচিতি সাম্বোরলাং।
নিজের দল ত্যাগের প্রসঙ্গে তিঁনি বলেন, ‘‘আমি গত কয়েক দিনের নির্বাচনী প্রচারে লক্ষ্য করছিলাম যে আমরা অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হচ্ছি। কিন্তু আমরা তো গঠনমূলক রাজনীতি করতে চেয়েছিলাম কিন্তু তেমনটা না হওয়ায় আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।’’
প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার ভোটগ্রহণ। হাতে এখনও বেশ কিছুটা সময়। অন্যদিকে ইতিমধ্যেই আটঘাট বেধে মাটি শক্ত করতে ময়দানে নেমেছে তৃণমূল। ঘন ঘন মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল সর্বাধিনায়িকা মমতা বন্দোপাধ্যায় সহ অভিষেক বন্দোপাধ্যায়। এদিন সেই লক্ষ্যেই পাহাড়ী রাজ্যে ইস্তাহার প্রকাশ করলেন অভিষেক বন্দোপাধ্যায়। আর অন্যদিকে এই একই দিনে তৃণমূল প্রার্থীর দল ছাড়াই কার্যতই যে বড়সড় ঝটকা খেল তৃণমূল, তা বোঝার অবকাশ রাখে না।
তবে অন্যদিকে এই বিষয়ে চিন্তিত নয় বলে মেঘালয় তৃণমূলের পর্যবেক্ষক মানস ভুঁইয়া জানান, ‘‘আমরা এই বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিত নই। যিনি দল ছেড়েছেন, তিনি দলের কাছে ততটা গুরুত্বপূর্ণ ছিলেন না। আমাদের ভোটের লড়াইয়ে কোনও অসুবিধা হবে না।’’ তাঁর সংযোজন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা ও তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপের সঙ্গে কথা হয়েছে তাঁর। ওই আসনে বিকল্প প্রার্থী দিতে প্রস্তুত তৃণমূল।