বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানে (Pakistan) অনুষ্ঠিত হচ্ছে সপ্তম ফৈজ ফেস্টিভ্যাল (Faiz Festival)। খ্যাতনামা উর্দু কবি ফৈজ আহমেদ ফৈজের স্মৃতিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকে পড়শি দেশে গিয়েছেন গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। আরো কয়েকজন ভারতীয় সহ তিনিও সম্প্রতি পা রেখেছিলেন পাক মুলুকে। সেখানে গিয়ে ফেস্টিভ্যালে অংশ নেওয়ার পাশাপাশি পাকিস্তানিদের উদ্দেশে কিছু কড়া বার্তাও দিয়ে এসেছেন বর্ষীয়ান গীতিকার।
অনুষ্ঠানে পাক জনতার পক্ষ থেকে এক মহিলা জাভেদকে সরাসরি প্রশ্ন করেন, তিনি তো অনেকবার পাকিস্তানে এসেছেন। ভারতে ফিরে গিয়ে কি সেখানকার মানুষদের তিনি বলেন যে পাকিস্তান কত সুন্দর, বন্ধুত্বপূর্ণ একটি দেশ? শুধু বোমাই ফেলে না তারা, ফুলের মালা আর ভালবাসা দিয়ে অভ্যর্থনাও জানায়।
ওই মহিলা আরো বলেন, পাকিস্তানিরা চায় দুই দেশের মধ্যে মিত্রতা বজায় থাকুক। কিন্তু মহিলার কথার মধ্যে লুকিয়ে থাকা শ্লেষ নজর এড়ায়নি জাভেদ আখতারের। পালটা চাঁচাছোলা ভাষায় তিনি বলে ওঠেন, ‘একে অপরকে দোষারোপ করলে সমস্যার সমাধান হয়ে যাবে না। যেভাবে হাওয়া গরম হয়ে রয়েছে সেটা কম হওয়া দরকার’।
এরপরেই কটাক্ষের সুরে জাভেদ বলেন, ‘আমরা তো বোম্বাইয়া মানুষ। দেখেছি ওখানে কীভাবে হামলা হয়েছিল। ওরা তো আর নরওয়ে থেকে আসেনি, আর ইজিপ্ট থেকেও আসেনি। ওরা আজো আপনাদের মুলুকে ঘুরে বেড়াচ্ছে। তাই এই অভিযোগ যদি হিন্দুস্তানিদের মনে থাকে তাহলে আপনাদের রাগ করলে তো চলবে না’।
এখানেই থামেননি আখতার। তিনি আরো বলেন, সংষ্কৃতিগত ভাবে দুই দেশের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। কিন্তু সেগুলো অনেকেই জানে না। ভারত তাও নুসরত ফতেহ আলি খান, মেহেদি হাসান, ফৈজ আহমেদ ফৈজ এর মতো শিল্পীদের নিজের দেশে আপ্যায়ন করেছে। কিন্তু পাকিস্তান তো কোনোদিন লতা মঙ্গেশকরকে ডেকে পাঠায়নি। তাই সংষ্কৃতিগত দিকে যে বাধা রয়েছে সেটা পাকিস্তানের দিকেই বেশি, স্পষ্ট কথায় বলে ওঠেন জাভেদ।