বাংলা হান্ট ডেস্ক : আজব কাণ্ড! ট্রেনে চেপে কলকাতায় আসছিলেন প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির (Siliguri) বাম নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। এক দলীয় বৈঠকে যোগ দিতে কলকাতা আসছিলেন তিনি। মাঝপথেই ট্রেন থেকে উধাও হয়ে গেল অশোকবাবুর ব্যাগ। শিয়ালদহ স্টেশনে পৌঁছেই সিপিএম নেতাকে (CPM Leader) ছুটতে হল রেল পুলিসের কাছে।
ট্রেন থেকে খোয়া গেল রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের ব্যাগ। শনিবার সকালে শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামার সময় দেখেন সঙ্গে থাকা তার ব্যাগটি উধাও। সঙ্গে সঙ্গে বিষয়টি জানান ট্রেনের টিকিট পরীক্ষককে। পরে জিআরপিতে অভিযোগ দায়ের করেন।
দলীয় কাজে শনিবার দার্জিলিং(Darjeeling) মেলে কলকাতা পৌঁছেছেন রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। তাঁর টিকিট ছিল এসি টু টায়ারে। এদিন সকালে ট্রেন থেকে নামার সময় লক্ষ্য করেন তাঁর কাছে থাকা ব্যাগটি উধাও। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ট্রেনের কর্তব্যরত টিকিট পরীক্ষকের নজরে আনেন। টিটির পরামর্শে ট্রেন থেকে নেমেই শিয়ালদহ স্টেশনের জিআরপিতে অভিযোগ দায়ের করেন।
জানাগেছে, অশোক ভট্টাচার্যের ব্যাগে ছিল নিজের ও পার্টি মেম্বারশিপের ২০ হাজার টাকা, ব্যাঙ্কের এটিএম কার্ড, বিধায়ক পাস ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এই ব্যাগ হারানোর ঘটনায় বেশ চিন্তিত হয়ে পড়েছেন অশোকবাবু। দার্জিলিং মেলের মতন গুরুত্বপূর্ণ ট্রেনের এসি টু টায়ার থেকে ব্যাগ চুরির ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অশোক ভট্টাচার্য।
বঙ্গ রাজনীতিতে অতি পরিচিত এক মুখ অশোক ভট্টাচার্য। বাম আমলের দীর্ঘদিনের মন্ত্রী। শিলিগুড়ির মেয়রও ছিলেন একটা সময়। তৃণমূলকে রুখতে তাঁর ‘শিলিগুড়ি মডেল’ বঙ্গ রাজনীতিতে আজও আলোচ্য বিষয়। বামেরা শাসন ক্ষমতার ধারেকাছে না থাকলেও, অশোকবাবু আজও উত্তরবঙ্গ তথা গোটা বাংলার রাজনীতিতে ভীষণভাবে চর্চিত একজন ব্যক্তিত্ব। এমন ডাকসাইটে একজন নেতার ব্যাগ ট্রেন থেকে চুরি যাওয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে।