‘ব্যালট পেপার দেওয়া বন্ধ করুন…’, মঞ্চ দাঁড়িয়েই বেজায় বিরক্ত অভিষেক! হঠাৎ হলো কি?

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে শুরু হয়েছে ‘তৃণমূলে নব জোয়ার’। রাজ্যের প্রতিটি গ্রামে পঞ্চায়েতে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যেতে জনসংযোগ যাত্রার সূচনা করেছেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হয় এই কর্মসূচীর পথ চলা। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে (Alipurduar) কুমারগ্রামের জনসভা করেন অভিষেক।

সেখানে বিরোধীদের কড়া আক্রমণ শানানোর পাশাপাশি একসময় বেশ বিরক্তও হয়ে পড়লেন অভিষেক। সভামঞ্চ থেকেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো হঠাৎ করে বলে ওঠেন, ‘এখন ব্যালট পেপার দেওয়া বন্ধ করুন। আমি ৫ মিনিটের মধ্যে শেষ করব। আমি এখান থেকে চলে যাওয়ার পর ব্যালট পেপার দেবেন সবাইকে।’

ঘটনাটা কি? প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত ভোট অভিনব এক পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। কি সেটি? আম জনতাই ভোট দিয়ে বেছে নেবেন নিজেদের মনের মতো প্রার্থী। সেজন্য প্রত্যেক সভায় করা হয়েছে গোপন ব্যালটের ব্যবস্থা। এদিন অভিষেক যখন সভায় বক্তৃতা দিচ্ছিলেন তখন দলীয় কর্মীদের একাংশকে ব্যালট পেপার বিতরণ করতে দেখা যায়। এই ঘটনায় খানিক বিরক্ত হয়ে যান অভিষেক। তখনই বলেন ব্যালট পেপার দেওয়া বন্ধ করুন।

অন্যদিকে, স্বভাবসিদ্ধভাবে এদিনের সভা থেকেও বিরোধীদের তোপ দাগেন তৃণমূলের নম্বর টু। বলেন, “বিরোধীরা বলছে ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাটক করছেন। আমি তাদের উদ্দেশে বলতে চাই, আমি ৬০ দিন রাস্তায় থাকব, আপনারা ৬ দিন রাস্তায় থাকুন। ঘর, বাড়ি, পরিবার ও সংসার ছেড়ে আপনারাও এই নাটক করে দেখান। আমি একদিনের জন্য কলকাত ফিরব না।”

abhishek

এরপর সভায় উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, “২০১৯ সালে আপনারা এখান থেকে ভোট দিয়ে যাকে জিতিয়েছিলেন, জেতার পর তার টিকি খুঁজে পাওয়া যায়নি। আপনারা এখান থেকে যাদের ভোট দিয়ে বিধায়ক ও সাংসদ করেছে, তারা চিঠি লিখে কেন্দ্রকে বাংলার টাকা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। আগামী দিন যখন ভোট দেবেন, নিজের অধিকারকে সামনে রেখে দেবে। পঞ্চায়েতের উন্নয়নকে সামনে রেখে দেবেন।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর