ওঁর ভূমিকা অনেকটা হনুমানের মত! অভিষেককে বেনজির আক্রমণ সজলের

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভোটপূর্বে তাই নবজোয়ার যাত্রায় মেতে উঠেছেন দলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় দুমাস ধরে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে পৌঁছে যাওয়ার অঙ্গীকার নিয়েছেন তিনি।

তবে অভিষেকের এই যাত্রা নিয়ে বিরোধীদের সমালোচনার অন্ত নেই। কোনো সময় চর্চা এই কর্মসূচীর খরচ নিয়ে, তো কোনো সময় এর গ্রহণ যোগ্যতা নিয়ে। এবার তৃণমূলের নবজোয়ার নিয়ে অভিষেককে বেনজির আক্রমণ বিজেপি নেতা (BJP Leader) সজল ঘোষের (Sajal Ghosh)।

শনিবার ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে যোগ দেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর বিজেপির সজল ঘোষ। সেই কর্মসূচী থেকেই তৃণমূলের নবজোয়ার কর্মসূচির অংশ হিসাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা রাজ্য সফরকে জোর কটাক্ষ করেন তিনি। বলেন- অভিষেকের ভূমিকা অনেকটা সেই হনুমানের মত।

এরপরেই সজলবাবু বলেন, “যেমন ভাবে লেজে আগুন নিয়ে হনুমান গোটা লঙ্কায় আগুন ধরিয়েছিল, অভিষেকও ঠিক তেমনি ঘুরে ঘুরে পিসির লঙ্কাতে আগুন ধরাতে বেরিয়েছেন৷ পরে সেই আগুন নেভাতে গিয়ে লেজ মুখে দেওয়াতে হনুমানের যেমন মুখ পুড়েছিল কিছুদিন বাদেই অভিষেকেরও সেভাবেই মুখ পুড়বে।

sajal

প্রসঙ্গত, রাজ্যের সকল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে তাদের সমস্যা নিরসন করবেন অভিষেক, এই অঙ্গীকার নিয়েই দুমাসের বঙ্গ সফরে বেড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর এই নিয়েই একের পর এক সমালোচনার সম্মুখীন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর