‘দ্য কেরালা স্টোরি’ সুপারহিট হতেই মন্দিরে ছুটলেন অদা! মন ভরে করলেন শিব পুজো

বাংলাহান্ট ডেস্ক : ছবি মুক্তির আগে থেকেই শুরু হয়েছিল বিতর্ক। তবে সেই সমস্ত বিতর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে বক্স অফিসের ব্যাপক সাফল্য ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। এই ছবির হাত ধরেই বড় ব্রেক পেলেন অদা শর্মা (Adah Sharma)। এখনও বক্স অফিসে উঠছে তুমুল ঝড়। এক কথায় বলা চলে, এই ছবিতে কাজ করে ভাগ্য বদলে গেল ‘১৯২০’ ছবির নায়িকার।

একদিকে ছবির সফলতা আর অন্যদিকে জন্মদিন। দুই বিশেষ কারণকে সামনে রেখেই এক অন্যরকম রূপে ধরা দিলেন বলি অভিনেত্রী। শিব মন্দিরে বসে শিব স্তোত্র পাঠ করতে দেখা গেল অদা শর্মাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও নিজেই তুলে ধরেছেন অভিনেত্রী। কমেন্ট বক্সে বইলো প্রশংসার ঝড়।

Adah Sharma

১১ই মে অর্থাৎ বৃহস্পতিবার ছিল অদা শর্মার জন্মদিন। ৩১ বছর পূর্ণ করলেন অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজের ‘সিক্রেট এনার্জি’ র রহস্য ফাঁস করলেন তিনি। এদিন হলুদ সাদা পোশাক পরে শিব মন্দিরে হাজির হয়েছিলেন অদা।

ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার এনার্জির গোপন রহস্য। এই শক্তি আমাকে নানান রকম সাহস যোগায়’। এরপরেই অভিনেত্রী লেখেন, ‘আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ’। প্রিয় অভিনেত্রীর কমেন্ট বক্স ভরেছে ভক্তদের কমেন্টে।

 

View this post on Instagram

 

A post shared by Adah Sharma (@adah_ki_adah)

ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে ফেলেছেন ১৫ টা বছর। ‘১৯২০’ ছবির হাত ধরে শুরু করেছিলেন কেরিয়ার। এরপর বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন তামিল এবং তেলেগু ইন্ডাস্ট্রিতেও। তবে সেভাবে আসেনি সাফল্য।  সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘ দ্য কেরালা স্টোরি’র হাত ধরে ভাগ্য বদলে গেল অদার। জানা যাচ্ছে, এই ছবিতে কাজ করার জন্য প্রায় ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী। আগামীতে তাঁকে দেখা যাবে শ্রেয়স তালপেড়ের ‘দ্য গেম অফ গিরগিট’ ছবিতে।

additiya

সম্পর্কিত খবর