ডিনার থেকে মাঠ, সঙ্গ ছাড়ছেন না, কোহলির সাথে ঝামেলায় জড়ানো পেসারই গম্ভীরের বেস্টফ্রেন্ড!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বেশ কয়েকদিন আগের ঘটনা। আইপিএলে (IPL 2023) লখনৌ সুপার জায়েন্টসের (LSG) বিরুদ্ধে দুর্দান্তভাবে জয় পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। কিন্তু ওই ম্যাচের শেষে আফগান প্রেসার নবীন উল হকের (Naveen Ul Haq) সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। পরে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা গিয়েছিল কোহলিকে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত বেশি জল্পনা চলেছিল।

এরপর সময় ধীরে ধীরে নিজের মতো এগিয়েছে এবং দুই দলই মোটের উপর ভালো পারফরম্যান্স করেছে। দুজনের সামনেই এখনো খোলা রয়েছে প্লে-অফে যোগ্যতা অর্জনের সুযোগ। কিন্তু এই সময়ে নানান ঘটনা দেখে মনে হয়েছে যে দুই শিবিরই এখনো ওই ঝামেলার রেশ নিজেদের মন থেকে কাটিয়ে উঠতে পারেনি।

বিরাট কোহলি, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন ব্যাট হাতে। সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের ছবি পোস্ট করে এবং তার সঙ্গে নিজের আম খাওয়ার দৃশ্যের ছবি পোস্ট করেছিলেন নবীন উল হক। একইসঙ্গে বিরাট কোহলি তার কিছুদিনের মধ্যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি প্রত্যক্ষভাবে না, হলেও বুঝিয়ে দিয়েছিলেন যে আফগান পেসার তার পর্যায়েই আসেন না এবং তার প্রতিযোগিতা শুধুমাত্র নিজের সাথে।

kohli

গৌতম গম্ভীরকেও গত কয়েকদিন ধরে ভুগতে হয়েছে এইজন্য। বিভিন্ন মাঠে এমনকি লখনৌ সুপার জায়ান্টসের ঘরের মাঠেও তাকে কোহলি কোহলি ধ্বনি শুনতে হয়েছে। গম্ভীর সাধারণত এইসব ব্যাপার এড়িয়ে যান। কিন্তু এই ক্ষেত্রে তিনি ক্রদ্ধভাবে সেই দর্শকদের দিকে তাকিয়ে ছিলেন যারা বিরাট কোহলির নামে জয়ধ্বনি দিচ্ছিল।

সেই সঙ্গে আর একটা ব্যাপার চোখে পড়েছে এই সময়ের মধ্যে। ওই ঝামেলার পর থেকে গৌতম গম্ভীর এবং নবীন উল হক যেন অত্যন্ত বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। নবীন দুজনকে একসঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন কিছুদিন আগেই। আর আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে কলকাতায় নামার আগে দেখা গেল নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রানার সঙ্গে হাসিঠাট্টা করতে করতে একই সাথে বসে ডিনার করছেন গম্ভীর এবং নবীন। যদি প্লে অফে ব্যাঙ্গালোর এবং লখনৌ আরও একবার একে অপরের মুখোমুখি হয় তখন কি ফির ঝামেলায় জড়াতে দেখা যাবে তাদের বিরাট কোহলির সাথে?

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর