বাংলা হান্ট ডেস্কঃ নিস্তার নেই! এগরা, বজবজের পর এবার মালদহ (Maldah)। রাজ্যে একের পর এক বেআইনি বাজি কারখানা-গুদামে বিস্ফোরণের ঘটনা। এদিন ইংরেজবাজারে মজুত করা বাজির গুদামে (Firecracker Storage) ভয়াবহ বিস্ফোরণ (Blast), জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
মঙ্গলবার ভোর ৬টা নাগাদ ইংরেজবাজারের একটি বাজির দোকানে পরপর বিস্ফোরণ হয়। নিমিষে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি দোকানে। সূত্রের খবর, বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে আহত অন্তত ৩।
বাজির দোকানে বাজি ও কার্বাইড মজুত করা ছিল বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, পাশের আট-দশটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। অন্যদিকে আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মীও অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে ইংরেজবাজার থানার পুলিশ। এভাবে একের পর এক বিস্ফোরণের ঘটনায় যথেষ্টই আতঙ্কে রাজ্যবাসী। বারংবার একই ঘটনায় উঠছে হাজারো প্রশ্ন।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা