ঠোঁট ফেটে চৌচির, গোটা মুখে কাটা দাগ! হঠাৎ কি হল অদা শর্মার?

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অদা শর্মা (Adah Sharma)। কেবলমাত্র হিন্দি ছবি নয়, তামিল, তেলেগু সহ বেশ কিছু ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সবচেয়ে বড় ব্রেক পেয়েছেন সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) হাত ধরে। আর এবার ছবির বেশকিছু দৃশ্য তিনি তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়।

বিতর্ক ছিল বহু। সেই সব বিতর্ককে পেছনে ফেলে রেকর্ড গড়েছে সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ২০২৩ এ মুক্তিপ্রাপ্ত সবচেয়ে চর্চিত ছবি এটি। তবে এই ছবি করতে গিয়ে কম কষ্ট সহ্য করতে হয়নি অভিনেত্রী অদা শর্মাকে। কখনো কনকনে ঠান্ডায় চলেছে শ্যুটিং তো কখনো আবার দীর্ঘ সময় থাকতে হয়েছে জল না খেয়ে।

kerala story

সম্প্রতি নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি তুলে ধরলেন এই অভিনেত্রী। আর সেখানেই দেখা গেছে তার ক্ষতবিক্ষত চেহারা, ফাটা ঠোঁট, চলাফেরা করতেও পর্যন্ত অসুবিধে হচ্ছে তাঁর। জানা যাচ্ছে, এই দৃশ্যে নিজেকে ফুটিয়ে তোলার জন্য প্রায় ৪০ ঘন্টা জল না খেয়ে ছিলেন অদা।

ছবির প্রেক্ষাপট অনুযায়ী, একটা সময় আইএসআইএস শিবির থেকে পালিয়ে যান পর্দার শালিনী। ঠান্ডায় হাঁটতে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। সিনেমার ক্ষেত্রে এ ধরনের দৃশ্যে ব্যবহার করা হয় মোটা গদি। তবে এই ছবিতে তা ব্যবহার করা হয়নি। সম্প্রতি বিহাইন্ড দ্য স্কিনের সেই অদেখা ছবি সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Adah Sharma (@adah_ki_adah)

ক্যাপশনে লেখেন, ‘সানকিসড, শ্যুটিংয়ের বেশ কিছু মুহূর্ত। মাইনাস ১৪  ডিগ্রিতে চলছিল ছবির শ্যুটিং। জলের অভাবে ঠোঁট ফেটে গিয়েছে। প্রায় ৪০ ঘন্টা জল পান করতে পারিনি এই দৃশ্যের শ্যুটিং করার জন্য। বলা বাহুল্য, এই ছবি যেভাবে সাফল্য অর্জন করেছে তাতে অভিনেত্রীর এই কষ্ট সহ্য একেবারে সার্থক।

অভিনেত্রীর এই পোস্টে ভুয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। কেউ লিখলেন, ‘তোমার কষ্ট একেবারে সার্থক’। আবার কেউ লিখলেন, ‘ভালো অভিনেত্রী হওয়ার এটাই সবচেয়ে ভালো গুন ‘। উল্লেখ্য, সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি দর্শক এবং সমালোচক উভয়ের কাছ থেকেই পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দিয়েছেন। আবার কেউবা বাস্তবসম্মত চিত্রায়নের জন্য প্রশংসা করেছেন। সবমিলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ছবি।

additiya

সম্পর্কিত খবর