‘সিআইডি’র বিবেককে মনে আছে? অভিনয় ছেড়ে এখন কী অবস্থায় রয়েছেন তিনি?

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল সিআইডি (CID)। ২১ বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হয়েছিল এই শোটি। ২০১৮ র অক্টোবরে শেষ হয় সিআইডি। শো টির সংলাপ থেকে শুরু করে বিভিন্ন চরিত্রগুলিও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। তাদের মধ্যেই একটি বিশেষ চরিত্র ছিল বিবেক (Vivek Mashru)।

বিবেক মাশরু, সিআইডি টিমের অন্যতম সদস্য। তরুণ সুদর্শন বিবেক অনেক দর্শকেরই প্রিয় ছিলেন। হ্যাঁ, তাঁর আসল নামও বিবেক। সিআইডি বহুদিন আগে শেষ হয়ে গেলেও চরিত্র এবং অভিনেতা অভিনেত্রীদের ভোলেনি দর্শক। সোশ্যাল মিডিয়ায় সিআইডি নিয়ে মিমেরও ছড়াছড়ি। সম্প্রতি বিবেককে নিয়েও এমনি একটি পোস্ট ভাইরাল হয় নেট মাধ্যমে।

vivek

সিআইডি থেকে বিবেকের একটি ছবি শেয়ার করে লেখা হয়, ‘একে চিনলে আপনার ছোটবেলাটা দারুণ ছিল’। বলা বাহুল্য এক দেখাতেই অনেকেই চিনে ফেলেন অভিনেতাকে। কমেন্ট বক্সে অনেকে নিজের ছোটবেলায় সিআইডির সঙ্গে যুক্ত স্মৃতিও শেয়ার করেন। তবে একটি টুইট আলাদা করে নজর কেড়ে নেয় সবার।

জনৈক নেট নাগরিক টুইট করেন, ‘উনি আমার ভাইয়ের কলেজের প্রোফেসর এখন। মজা করছি না’। এই টুইটটি নিয়ে আরোই গড়ায় আলোচনা। শেষমেষ বিবেক নিজেই একটি টুইট করেন এ বিষয়ে। সকলকে ধন্যবাদ জানান তাঁকে মনে রাখার জন্য।

বিবেক লেখেন, ‘আমি যেটুকু যা করেছি তার জন্য আপনাদের ভালবাসার জন্য অনেক ধন্যবাদ। আমার কাছে এর গুরুত্ব অনেক। অনেক কৃতজ্ঞতা এবং ভালবাসা জানাই’। এমনকি বিবেকের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেঁটেও জানা যায়, তিনি অভিনয় থেকে শিক্ষকতা, ম্যানেজমেন্টের দিকে কেরিয়ারের গতিপথ বদলেছেন। এর আগেও একাধিক স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

প্রসঙ্গত, মাঝে শোনা গিয়েছিল সিআইডি আবার নতুন করে শুরু হবে। কিন্তু সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি প্রযোজকদের তরফে। তবে শোয়ের প্রথম সিজনের জনপ্রিয়তার কথা যদি মাথায় রাখা যায় তবে দ্বিতীয় সিজন নিয়েও যে উন্মাদনা চড়া থাকবে তা নিয়ে সন্দেহ থাকার কথা নয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর