বাংলাহান্ট ডেস্ক: টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) বাংলা সিনে ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান একজন অভিনেতা। বড়পর্দা থেকে ছোটপর্দা, ইদানিং OTT-র দুনিয়াতেও পা রেখেছেন তিনি। খুব কম বয়সে ইন্ডাস্ট্রিতে পা রাখায় আগের প্রজন্মের তাবড় অভিনেতাদের সান্নিধ্য পেয়েছিলেন তিনি। একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। এখন মধ্য বয়সে এসেও নিজেকে এমন ভাবে যত্নে রেখেছেন টোটা যে দেখে অবাক হয়ে যেতে হয়।
এবার বলিউডেও ডেবিউ করে ফেললেন টোটা। প্রথম ছবিই ধর্মা প্রোডাকশনের মতো বড় প্রযোজনা সংস্থার সঙ্গে। করন জোহরের কামব্যাক ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র হাত ধরে নিজের বলিউড সফর শুরু করতে চলেছেন টোটা। ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে যা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজর অভিনয় কেরিয়ার নিয়ে মুখ খুলতে দেখা যায় টোটাকে। বাংলা ছবিতে যখন তিনি অভিনয় শুরু করেন তখন তিনি কলেজের সেকেন্ড ইয়ারে পড়েন। টোটা জানান, তাঁর পরিকল্পনা ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। অভিনয় শিক্ষা তাঁর ছিল না। পরিচালক প্রভাত রায়ের থেকে প্রস্তাব পেয়েই এই ইন্ডাস্ট্রিতে আসা তাঁর।
মূলধারার বাণিজ্যিক ছবি দিয়ে সফর শুরু হয় টোটার। প্রথম থেকেই সুদর্শন তরুণটি নজর কেড়ে নিয়েছিল দর্শকদের। টোটাকে নতুন ভাবে আবিষ্কার করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। তাঁর হাত ধরেই ভিন্ন ধারার ছবিতে অভিষেক অভিনেতার। তবে টোটা অকপটে স্বীকার করেন, তাঁর কাছে প্রথম ভালবাসা কমার্শিয়াল ছবি।
অভিনেতার কথায়, তিনি সবসময় বোঝার চেষ্টা করেন তাঁর দর্শকরা কী চায়। তিনি যেটা বোঝাতে চাইছেন সেটা যদি কেউ না-ই বোঝে তাহলে লাভ নেই, স্পষ্ট কথা টোটার। তিনি বলেন, একদল আছে যারা ইন্ডাস্ট্রিতে এসেই জাঁকজমকের চক্করে ইএমআই এর ঝামেলায় পড়ে। আর তারপর কারোর কাছে মেরুদণ্ড বিক্রি করে দেয়। তিনি সেই দলে পড়েন না।
টোটার বক্তব্য, তিনি নিজের মনের কথা শোনেন। সত্যিটা সত্যি মিথ্যেটা মিথ্যে বলতে পারেন। কম পরে, কম খেয়েই মাথা উঁচু করে চলতে ভালবাসেন তিনি। এই কারণেই কোনো শিবিরের অংশ তিনি নন বলে জানান টোটা।