প্রথমবারের জন্য ভারতের মাটিতে বাবরের পাকিস্তান! মুখোমুখি হবেন এই আশ্চর্য অভিজ্ঞতার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) হতাশা এখন অতীত। এবার ভারতীয় দলের (Team India) লক্ষ‍্য দেশের মাটিতে বিশ্বকাপে (ODI World Cup 2023) ভালো পারফরম্যান্স করা। ২০১১ সালের পর থেকে এই প্রথমবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ আয়োজিত হবে। শেষ তিন বার আয়োজক দেশই বিশ্বকাপ ঘরে তুলেছে। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ফের একবার আশায় বুক বাঁধছেন।

বিশ্বকাপে অংশ নিতে ভারতের মাটিতে আসবে পাকিস্তানও। তারা দুটি ম্যাচ খেলবে ইডেন গার্ডেন্সে। অক্টোবর মাসের ৬ এবং ১২ তারিখে তারা দুটি কোয়ালিফাইং দলের সঙ্গে নিজেদের প্রথম দুইটি ম্যাচ খেলবে হায়দরাবাদে। এরপর ভারতের বিরুদ্ধে ম্যাচের পরে ২০ তারিখ অস্ট্রেলিয়া, ২৩ তারিখ আফগানিস্তান এবং ২৭ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে তারা। মাসের শেষ দিনে অর্থাৎ ৩১ তারিখে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইডেন গার্ডেন্সে মাঠে নামবেন বাবর আজমরা। এরপর ১২ই নভেম্বর তারা গ্রুপের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে মাঠে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। মাঝে ৫ই নভেম্বর তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ব্যাঙ্গালোরে।

pakistan babar

বাবুর আজম সহ পাকিস্তানের অনেক ক্রিকেটারের এটাই হবে প্রথম ভারত সফর। শেষবার পাকিস্তান দল ভারতের মাটিতে কোন ওডিআই ম্যাচ খেলেছিল ২০১২ সালে। সেটাই ছিল ভারতীয় দলের শেষ দ্বিপাক্ষিক সিরিজ পাকিস্তানের বিরুদ্ধে। সেই ওডিআই সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় পেয়েছিল পাকিস্তান। তার আগে বিশ্বকাপের ম্যাচ খেলতে ২০১১ সালে পাকিস্তান এসেছিল ভারতে। সেমিফাইনালে ভারত পাকিস্তান ম্যাচে বড় ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে টিকিট অর্জন করেছিল ভারত।

তবে সেটাই পাকিস্তানের শেষ ভারত সফর ছিল না। এরপর ২০১৬ সালে তারা আবার ভারতে এসেছিল। সেই বছর ভারতের মাটিতে আয়োজিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপেও ভারতের কাছে হারের মুখ দেখেছিল পাকিস্তান। সেটাই ছিল ভারতের মাটিতে পাকিস্তানের শেষ সফর। তার ৭ বছর পরে ফের ভারতের মাটিতে পা রাখছে পাকিস্তান।

বাবর আজম, শাহীন আফ্রিদির মতো অনেক তারকা প্রথমবার ভারতের মাটিতে পা রাখবে এবং ভারতের স্টেডিয়ামে ক্রিকেট খেলবে। তাদের বেশিরভাগ ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে। যদি তারা বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে পারে তাহলেও তারা কলকাতায় ম্যাচ খেলবে সকলেই জানেন যে প্রতিপক্ষ যাই হোক না কেন ভালো ক্রিকেট কুর্নিশ জানাতে কার্পণ্য করে না ইডেন। ফলে নিজেদের সেরা ছন্দে থাকতে চাইবেন বাবররা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর