বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। গোটা দেশ জুড়ে কম বেশি বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। বর্ষাকালকে অনেকেই পছন্দ করলেও, অনেক মানুষ আছেন যারা এই ঋতুকে একদম পছন্দ করেন না। বর্ষাকালে জামা কাপড় শুকাবার একটা বড় সমস্যা দেখা যায়, বিভিন্ন জায়গায় জল জমা অন্যতম একটা বড় সমস্যা।
এছাড়াও আরও একটি সমস্যা হল বাড়িতে পোকামাকড়ের উপদ্রব। বর্ষাকালে অনেক সময় বাড়িতে বিভিন্ন ধরনের পোকামাকড় ঢুকে যায়। উড়ন্ত পিঁপড়ে, মশা ছাড়াও বিভিন্ন নাম না জানা পোকামাকড় এই সময় বাড়িতে উপদ্রব শুরু করে। এছাড়াও বর্ষাকালে অনেকের বাড়িতেই দেখা যায় কেন্নো ঢুকতে।
বর্ষাকালে এই কেন্নোকে সবথেকে বেশি দেখা যায়। এটি আসলে একটি বৃষ্টির পোকা। ড্রেন বা জানলা দিয়ে এই পোকা অনেক সময় ঘরের ভেতর প্রবেশ করে। আপনারাও যদি চান বর্ষাকালে নিজের বাড়িকে কেন্নোর হাত থেকে রক্ষা করতে তাহলে মেনে চলুন এই কয়েকটা সহজ টিপস। এই টিপসগুলো মেনে চললেই আপনার ঘরে আর কেন্নো প্রবেশ করবে না।
• বৃষ্টি থামার পর রোদ উঠলে অবশ্যই ঘরের জানলা খুলে দিন। ঘরের ভেতর যথেষ্ঠ রোদ প্রবেশ করতে দিন।
• বাড়ির মেঝে বা দেওয়ালে ফাটল থাকলে সেটিকে ভরাট করে দিন। এছাড়াও বাড়ির ভিতর যদি কোনও পাইপ থাকে সেটি থেকে জল বের হচ্ছে কিনা লক্ষ্য করুন।
• বাড়িতে যদি বাগান থাকে তাহলে কেন্নো তাড়াতে আপনারা বাগানে ডায়াটোমেসিয়াস পাউডার ছড়িয়ে দিন।
• এছাড়াও বর্ষাকালে কেন্নো দূর করতে আপনারা ঘরের কোণ, দরজার ফাঁক, এমনকি বাগানে এসেনশিয়াল অয়েল স্প্রে করতে পারেন।
• এছাড়াও একটি সহজ পদ্ধতিতে আপনারা কেন্নো দূর করতে পারেন। আপনাকে একটি প্লাস্টিকের বোতল ও একটি ছোট পাইপ নিতে হবে। এরপর সেটির মধ্যে কিছু ছোট ফল নিতে হবে। এরপর পাইপটিকে দুই ইঞ্চির মতো বোতলের ভেতর প্রবেশ করাতে হবে। সেটিকে শুইয়ে রাখতে হবে মাটিতে। এমন অবস্থায় রেখে দিলে সেই ফলের লোভে কেন্নো বোতলের দিকে অগ্রসর হবে এবং আটকে পড়বে তার মধ্যে।