বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকার (Central Government) এবার ঘরোয়া LPG সিলিন্ডারের (LPG Cylinder) উপর বেসিক কাস্টম ডিউটি ব্যাপক হারে বৃদ্ধি করেছে। ইতিমধ্যেই তা ৫ শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি ১৫ শতাংশ করা হয়েছে বলেও জানা গিয়েছে। এর পাশাপাশি, এখন এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস (AIDC)-ও আরোপ করা হবে। মূলত, LPG সিলিন্ডার আমদানিতে ১৫ শতাংশ এগ্রিকালচার সেস আরোপ করা হবে।
কারা স্বস্তি পেয়েছেন: এদিকে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মালিকানাধীন অয়েল মার্কেটিং কোম্পানিগুলির ঘরোয়া LPG-র গ্রাহকদের কাছে বিক্রি করা LPG আমদানির ক্ষেত্রে কাস্টম ডিউটি শূন্য থাকবে। তবে অন্যান্য যারা ঘরোয়া LPG-র আমদানি করে তাদের জন্য বেসিক কাস্টম ডিউটির হার ১৫ শতাংশে থাকবে।
অয়েল মার্কেটিং কোম্পানিগুলির জন্য বড় সিদ্ধান্ত: এর পাশাপাশি একটি স্বস্তির বিষয় হল যে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে লিকুইফায়েড প্রোপেন, লিকুইফায়েড বিউটেন এবং লিকুইফায়েড প্রোপেনের সাথে লিকুইফায়েড বিউটেনের মিশ্রণের উপর কোনো বেসিক কাস্টম ডিউটি শুল্ক আরোপ করা হবে না।
মূলত, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)-এর ঘরোয়া গ্রাহকদের জন্য এটি স্বস্তির খবর। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইন্ডিয়ান ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই তথ্য পাওয়া গেছে।
এই পদক্ষেপ গ্রাহকদের স্বার্থ রক্ষা করবে: ইতিমধ্যেই পেট্রোলিয়াম বিভাগ ও ট্যাক্সের সাথে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন, সরকারের এই পদক্ষেপ গ্রাহকদের স্বার্থ রক্ষা করবে এবং আমদানি ব্যয় কমাতেও সহায়ক হবে। উল্লেখ্য যে, ভারতে কুকিং গ্যাস বা LPG উৎপাদনের ঘাটতি রয়েছে এবং সেই কারণেই আমাদের দেশ এটি আমদানির জন্য সৌদি আরবের মতো দেশগুলির উপর নির্ভরশীল রয়েছে।
১ জুলাই LPG-র দামে কোনো পরিবর্তন হয়নি: এদিকে, গত ১ জুলাই LPG সিলিন্ডারের নতুন দর প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় যে, এই দামে কোনো পরিবর্তন করা হয়নি। মূলত, ১৪.২ কেজির LPG সিলিন্ডার এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এদিকে, রাজধানী দিল্লিতে, ঘরোয়া LPG সিলিন্ডারের দাম ১,১০৩ টাকা এবং বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডারের দাম ১,৭৭৩ টাকা রয়েছে।