লঙ্কার থেকেও বেশি অগ্নিমূল্য ইডেনের বিশ্বকাপ টিকিট! পূজোর মরশুমে হতাশ বঙ্গ ক্রিকেটপ্রেমীরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী ৫ ই অক্টোবর থেকে আরম্ভ হতে চলেছে আসন্ন ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। দীর্ঘ ১২ বছর পর ফের একবার ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট! তাই প্রত্যেক ভারতীয় ক্রিকেটপ্রেমী সুযোগ খুঁজছেন অন্তত কোনও একটি ম্যাচে মাঠে গিয়ে বিশ্বকাপের আনন্দ উপভোগ করার। কলকাতার মানুষও তার ব্যাতিক্রম নন।

ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এবার বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজিত হবে! তার মধ্যে রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়াও রয়েছে হেভিওয়েট ইংল্যান্ড, পাকিস্তান, প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ের মতো দেশগুলিতে পেছনে ফেলে যোগ্যতা অর্জন করা নেদারল্যান্ডসের ম্যাচ। এর পাশাপাশি একটি সেমিফাইনালেও আয়োজনের দায়িত্ব পেয়েছে সিএবি।

eden gardens

যে সময় এই ম্যাচগুলো চলবে সেই একই সময়ে কলকাতায় চলবে দুর্গাপূজো। ফলে সেই সময় শহরে উন্মাদনা কতটা বেশি থাকবে তা আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। কিন্তু সিএবি ইডেন গার্ডেন্সের বিশ্বকাপের টিকিটের মূল্য সামনে আনতেই সেই উৎসাহে অনেকটা ভাঁটা পড়লো। অনেকেই সেই টিকিটের মূল্য দেখে বলছেন তাহলে এই মুহূর্তে আমরা যে লঙ্কার দাম নিয়ে অভিযোগ করছি সেই অভিযোগ তো অর্থহীন, আসল আগুন তো এখানে লেগেছে।

ইডেনের সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ ম্যাচ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের টিকিটের দামই ৬৫০, ১০০০ ও ১৫০০ টাকা! পাকিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে যে দুটি ম্যাচে ইডেনে মাঠে নামবে সেই ম্যাচে স্টেডিয়ামের বিভিন্ন ব্লকের টিকিটের মূল্য যথাক্রমে ৮০০, ১২০০, ২০০০ ও ২২০০ টাকা। আর ভারতীয় দলের প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ এবং সেমিফাইনাল (সম্ভাব্য ভারত বনাম পাকিস্তান) ম্যাচের টিকিটের দামগুলি হলো যথাক্রমে ৯০০, ১৫০০, ২৫০০ ও ৩০০০ টাকা।

সিএবি আগে ঘোষণা করেছিল যে সমাজের সকল স্তরের মানুষের কথা মাথায় রেখেই টিকিটের দাম নির্ধারণ করা হবে। কিন্তুএখন তাদের বক্তব্য যে ১২ বছর আগের বিশ্বকাপের টিকিটের দামের কথা চিন্তা করে লাভ নেই। বাজার দর বহু বেড়ে গিয়েছে এবং সেই অনুযায়ী এই মূল্যই তাদের যথার্থ বলে মনে হয়েছে। কিন্তু টিকিটের এই মূল্য অনেক মধ্যবিত্তরই হয়তো মাঠে গিয়ে বিশ্বকাপ দেখার স্বপ্ন ভেঙে দিতে চলেছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর