দেশের প্ৰতিটি ব্যাঙ্ককে এবার সতর্ক থাকার নির্দেশ দিলেন RBI গভর্নর! জানালেন বড়সড় তথ্য

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতের রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) গত মঙ্গলবার কর্পোরেট গভর্নেন্সকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রতিকূল বিশ্বব্যাপী উন্নয়নের পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কগুলিকে অতিরিক্ত সাবধান এবং সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন।

মূলত, সরকারি ব্যাঙ্ক ও বেসরকারি ক্ষেত্রের কিছু নির্বাচিত ব্যাঙ্কের এমডি ও সিইওদের সঙ্গে বৈঠকের সময়ে কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর এই বিষয়টি জানান। ইতিমধ্যেই RBI একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, গভর্নর দাস তাঁর উদ্বোধনী বক্তব্যে, বিভিন্ন প্রতিকূল বিশ্বব্যাপী উন্নয়ন সত্বেও ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থার ভালো পারফরম্যান্সের বিষয়টি উপস্থাপিত করেছেন।

পাশাপাশি, তিনি জোর দিয়েছিলেন যে, এই সময়ে ব্যাঙ্কগুলিকে অতিরিক্ত সাবধান এবং সতর্ক থাকতে হবে। এছাড়াও, রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, “গভর্নর দাস ব্যাঙ্কের এমডি এবং সিইওদের ব্যাঙ্কগুলিতে শাসনব্যবস্থা আরও জোরদার করার জন্য এবং সঠিক নিয়ম, ঝুঁকির ব্যবস্থাপনা এবং অডিট ফাংশনগুলির সমন্বয়ে ব্যাঙ্কিং স্থিতিশীলতার ট্রাইপডের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন।”

এইসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে: এছাড়াও, ওই বৈঠকে ক্রেডিট আন্ডাররাইটিং স্ট্যান্ডার্ড শক্তিশালী করা, বড় এক্সপোজারের উপর নজরদারি, এক্সটার্নাল বেঞ্চমার্ক লিঙ্কড রেট (EBLR) নির্দেশিকার বাস্তবায়ন, আইটি নিরাপত্তা এবং আইটি গভর্ন্যান্স শক্তিশালী করা সহ বিভিন্ন ব্যাঙ্কিং বিষয়ে আলোচনা করা হয়।

The RBI Governor has instructed all the banks in the country to be cautious

এই বৈঠকে ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও এবং জে স্বামীনাথন সহ রিজার্ভ ব্যাঙ্কের কিছু উচ্চ আধিকারিক উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর