ভারতের মুসলিমরা পাকিস্তানের সমর্থক! বিশ্বকাপ শুরুর আগেই রোহিতদের মন ভেঙে দিলেন পাক তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup)। ১২ বছর পর ভারতের মাটিতে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সেই নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই সঙ্গে আরেকটি বিষয় নিয়েও ক্রিকেটপ্রেমীরা উত্তেজিত হয়ে রয়েছেন। সাত বছর পর ভারতের মাটিতে ভারত-পাক দ্বৈরথ (India vs Pakistan) দেখা যাবে বিশ্বকাপকে কেন্দ্র করে। ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি দেশের মাটিতে নামতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

শেষবার পাকিস্তান ক্রিকেট দল ভারতের মাটিতে এসেছিল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে। তার আগে ২০১২ সালে একটি দ্বিপাক্ষিক সিরিজে শেষবার দুই দল ওডিআই ফরম্যাটে ভারতের মাটিতে পরস্পরের মুখোমুখি হয়েছিল। এবার ভারতের বিরুদ্ধে তাদের এক লাখ দর্শক আসন বিশিষ্ট নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে মাঠে নামতে হবে।

rohit babar

তবে সেই নিয়ে চিন্তিত নন প্রাক্তন পাকিস্তান পেসার নবীন উল হাসান। তার মতে ভারতের মাটিতে পাকিস্তানের জন্য গলা ফাটানোর মানুষের অভাব থাকবে না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন যে ভারতে বসবাসকারী মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা ভারতের বদলে পাকিস্তানের হয়েই গলা ফাটাবেন ম্যাচে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ফেভারিট কারা। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেছিলেন তিনি। তিনি বলেছেন, “ভারতে কোনো ম্যাচ হলে ভারতই ফেভারিট। কিন্তু ভারতের মুসলমানরা যখন পাকিস্তানের ম্যাচ ভারতে হয় তখন ভারতের পরিবর্তে পাকিস্তানকে সমর্থন করে। তারা অতীতে তাই করেছে, ২০২৩ সালে আবার করবে।”

প্রসঙ্গত ভারত বনাম পাকিস্তান ম্যাচটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হলেও ভারত এবং পাকিস্তান যদি সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হয় তাহলে সেই ম্যাচটি আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম। কলকাতার ক্রিকেট প্রিমিরা বিশ্বকাপের সেমিফাইনালে এমন এক হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে চাইবেন নিশ্চিত ভাবেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর