স্লট বদলেও হল না রক্ষা, মাত্র সাত মাসেই আয়ু ফুরালো জি এর এই জনপ্রিয় সিরিয়ালের

বাংলাহান্ট ডেস্ক: টিআরপির (TRP) দৌড়ে টিকে থাকতে সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথম সারির চ্যানেলগুলি। বছরের পর বছর ধরে আর একই সিরিয়াল (Serial) চলছে না। বরং কয়েক মাস যেতে না যেতেই তড়িঘড়ি ইতি টেনে দেওয়া হচ্ছে গল্পে। দর্শকদের যাতে একঘেয়ে না লাগে তাই নতুন নতুন সিরিয়াল আনা হচ্ছে চ্যানেলে আর কোপ পড়ছে পুরনো সিরিয়ালের উপরে। জি বাংলার এক তথাকথিত পুরনো সিরিয়াল নাকি এবার নাম লেখাচ্ছে শেষের খাতায়।

প্রথম সারির দুটি চ্যানেলেই একগুচ্ছ নতুন সিরিয়াল শুরু হয়েছে সম্প্রতি। এই মুহূর্তে সবই নতুন ধারাবাহিক চলছে চ্যানেলে। ফারাক শুধু শুরু হওয়ার সময়ে। কোনো কোনো সিরিয়াল শুরু হয়ে কয়েক মাস কেটে গিয়েছে, কোনোটা আবার সদ্য পথচলা শুরু করেছে। তার মধ্যেই তথাকথিত কিছু পুরনো সিরিয়াল হঠাৎ করে বন্ধ করে দেওয়ার ধুম উঠেছে। এবার শোনা যাচ্ছে, ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে চ্যানেল।

Tomar khola hawa serial might end

জি বাংলার নিজস্ব প্রযোজনার সিরিয়াল তোমার খোলা হাওয়া। গত বছর ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এই সিরিয়াল। বেশ অন্য রকম গল্পের প্রতিশ্রুতি দিয়েই পথচলা শুরু করেছিল এই ধারাবাহিক। কিন্তু শুরু হওয়ার পরপরই বদলেছে প্লট। তবুও বাংলা সিরিয়ালের সবথেকে কম বয়সী শাশুড়ি বিশেষ নজর কাড়তে পারেনি দর্শকদের।

রাত সাড়ে নটার স্লটে প্রতিদ্বন্দ্বী বাংলা সেরা ‘অনুরাগের ছোঁয়া’কে হারাতে না পারায় স্লট বদলে দেওয়া হয় তোমার খোলা হাওয়ার। সোজাসুজি রাত থেকে দুপুরের একার স্লটে পাঠিয়ে দেওয়া হয় এই ধারাবাহিককে। কোনো সিরিয়ালের সঙ্গে টক্কর না থাকলেও টিআরপিতে বিশেষ হেরফের আসেনি। তাই নাকি এবার সিরিয়ালটি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চ্যানেলের তরফে।

Tomar khola hawa serial might end

চলতি মাসেই শেষ হয়ে যাবে তোমার খোলা হাওয়া, এমনি খবর রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি চ্যানেল। উল্লেখ্য, এই চ্যানেলেই আরো একাধিক সিরিয়াল রয়েছে যেগুলোর টিআরপি বেশ কম। শেষমেষ কোন ধারাবাহিক শেষ হবে সেটা বলবে সময়।


Niranjana Nag

সম্পর্কিত খবর