৪ জন ক্রিকেটার, যারা হেলিকপ্টার শট খেলায় ধোনির চেয়েও বেশি পারদর্শী! তালিকায় ১টি চমক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ভারতের সবচেয়ে সফল অধিনায়ক এবং ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরাদের একজন। ক্রিকেটের ব্যাকরণ না মেনেও সাফল্য পেয়েছেন বিশাল মাত্রায়। তার এই আনর্থোডক্স ব্যাটিংয়েরই একটা সবচেয়ে জনপ্রিয় অধ্যায় হল তার হেলিকপ্টার শট। নিন্দুকদের অনেকেই বলে থাকেন যে ধোনি যেহেতু একজন টেকনিক্যালি নিখুঁত ব্যাটার নন, তাই অন্যান্য ক্রিকেটের ক্ষেত্রে যেগুলোই মিড উইকেটের দিকে ফ্লিক শট বলে পরিচিত, সেটাই ধোনির ক্ষেত্রে হয়ে যায় হেলিকপ্টার শট। তবে নিজের কেরিয়ারের শেষ অধ্যায়ে এসে ধোনিকে খুব কম বারই সেই বটম হ্যান্ড নির্ভর শটটি খেলতে দেখা গিয়েছে। তবে বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে এমন অনেক তারকাই আছেন যারা এখন নিয়মিত ওই শট খেলে থাকেন এবং অনেকে ধোনির চেয়ে ভালোভাবেই। এই প্রতিবেদনে আলোচনা হবে তাদের নিয়েই।

৪. ঈশান কিষান: ভারতের এই তরুণ তারকা বর্তমানে টেস্ট ক্রিকেটে সুযোগ পেলেও তিনি মূলত সীমিত ওভারের ক্রিকেটেই বেশি স্বচ্ছন্দ‍্যবোধ করেন। আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে গিয়ে তাকে অনেকবারই এই হেলিকপ্টার শট খেলতে দেখা গিয়েছে। আর তার সাকসেস রেটও বেশ ভালো।

৩. রিশভ পন্থ: বর্তমানে চোটের কারণে ভারতীয় দলের বাইরে থাকলেও সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেট খেলার সময় তাকে অনেকবার এই জাতীয় একটি শট খেলতে দেখা গিয়েছে। তবে বেশিরভাগ সময় দেখা গেছে এই সঠিক খেলার সময় তার এক হাত ব্যাট থেকে ছুটে যায়। ফলে অনেকবার বল কে গ্যালারিতে ফেললেও কখনো কখনো আউট হয়েছে তিনি এই শট খেলতে গিয়ে।

২. রশিদ খান: তার পরিচয় মূলত একজন লেগ স্পিনার হিসেবে। তবে লোয়ার অর্ডারে ঝোড়ো ব্যাটিং করে ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতাও রাখেন তিনি। তাকে বহুবার এই হেলিকপ্টার শট খেলতে দেখা গিয়েছে সাম্প্রতিক সময়। এই আফগান ক্রিকেটার বেশ সাবলীল ভাবেই এই শট খেলে ছক্কা কুড়িয়েছেন।

১. হার্দিক পান্ডিয়া: বর্তমানে ভারতীয় ওডিআই দলের সভাপতি নায়ক এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক। বরাবরই আগ্রাসী ব্যাটিং করাটা খুব পছন্দ করেন হার্দিক। আর এমন আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে তাকে আইপিএল এবং দেশের জার্সিতেও বেশ কয়েকবার এমন হেলিকপ্টার শট খেলতে দেখা গিয়েছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর