৫ বছরে চাকরি ছেড়েছেন ৫৩০০০! কেন্দ্রীয় পুলিস বাহিনী নিয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি মোদি সরকারের

Published On:

বাংলা হান্ট ডেস্ক : লোকসভার বাদল অধিবেশনে চাঞ্চল্যকর মন্তব্য করল কেন্দ্র সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) দেওয়া তথ্য অনুসারে, গত পাঁচ বছরে প্রায় ৫৩০০০ কেন্দ্রীয় সশস্ত্র পুলিস বাহিনীর (CAPF) কর্মী চাকরি ছেড়ে দিয়েছেন। ২০২২ সালে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি চাকরি ছাড়েন। সেই বছর ১১৮৮৪ জন কর্মী চাকরি ছেড়ে দিয়েছিলেন।

এই প্রথম নয়, গত ১৭ মার্চ রাজ্যসভায় পেশ করা স্বরাষ্ট্রমন্ত্রকের ২৪২তম ডিমান্ড ফর গ্রান্ট রিপোর্ট অনুসারে, সংসদীয় কমিটি গত পাঁচ বছরে ‘আত্মহত্যা এবং নিখোঁজ অ্যাকশন (MIA)’ সহ সিএপিএফ-ভিত্তিক অ্যাট্রিশন সম্পর্কে জানতে আবেদন করে। স্বরাষ্ট্রমন্ত্রক জানায় ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে বিগত পাঁচ বছরে ৬৫৪ জন কেন্দ্রীয় পুলিস কর্মী আত্মহত্যা করেছেন।

রিপোর্টে জানা যাচ্ছে, আত্মহত্যার হার সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিস ফোর্স (CRPF) এর পরে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এবং সশস্ত্র সীমা বল-এ (এসএসবি)। আত্মহত্যার হার সবচেয়ে কম ন্যাশনাল সিকিউরিটি গার্ডে (এনএসজি)।

সেই সময় একটি কমিটিও গঠন করা হয়। সেই কমিটি সুপারিশ করে যে সিএপিএফগুলি মোতায়েন করার একটি রোটেশন নীতি অনুসরণ করতে পারে যাতে জওয়ানদের দীর্ঘ সময়ের জন্য কঠিন পরিস্থিতিতে থাকতে না হয়। কমিটি মনে করে যে এটি শুধুমাত্র পছন্দের স্থানে স্থানান্তর করার প্রবণতা কমাতেই সাহায্য করবে না বরং একটি নির্দিষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি মোকাবেলাতেও সাহায্য করবে।

কমিটি আরও সুপারিশ করে যে মন্ত্রণালয়কে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং পদত্যাগের জন্য মনোনীত কর্মীদের মধ্যে প্রস্থান সাক্ষাত্কার বা জরিপ পরিচালনা করতে হবে এবং কর্মীদের উদ্বেগ মোকাবেলার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে বাহিনীতে অবসর নেওয়া বন্ধ করা যায়। আর আজ লোকসভায় মোদি সরকারও স্বীকার করে নিল যে দিনের পর দিন কেন্দ্রীয় পুলিস বাহিনীতে চাকরি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে।

সম্পর্কিত খবর

X