পশ্চিমবঙ্গে আরোও বাড়ল ছুটির দিন, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

বাংলাহান্ট ডেস্ক : সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার থেকে আরও দুদিন সরকারি ছুটির ঘোষণা রাজ্যের। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটির ঘোষণা করলেন। অর্থাৎ এতদিন পর্যন্ত যে ছুটির তালিকা ছিল এবার সেখানে করম পুজো ও সবেবরাতেরং নাম যুক্ত হল। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, তার সরকার সব ধর্ম ও সব সংস্কৃতির মানুষের জন্য ভাবে।

আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সব উৎসবকে সমান গুরুত্ব দিয়ে থাকি আমরা। এখানে সব সম্প্রদায়ের লোক ছুটি পায় পুজো ও ইদে। পুরোপুরি ছুটি রঘুনাথ মুর্মু থেকে পঞ্চায়েত বর্মার জন্ম দিবসেও। করম পুজো ও সবেবরাতে এতদিন পর্যন্ত ছিল সেকশনাল ছুটি। কিন্তু দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছে ওই দুই দিনও সম্পূর্ণ ছুটি থাকবে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “সবই পালন করি আমরা। বাংলার বারো মাসে তেরো পার্বন। সর্ব ধর্ম, সর্ব কর্ম, এই বাংলা সবকিছুর মিলনস্থল। এবার ৩৬৫ দিনই কিছু না কিছু কারণে কেউ যদি বলেন ছুটি দিতে, সেটা আমরা পারব না। কাজ তাহলে কখন হবে? তবে ভালো কাজ করলে ভালো ছুটির আশা করা যায়।”

mamata

সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়ার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, এ রাজ্যে ৭৩১ দিনের মেটারনিটি লিভ দেওয়া হয় মহিলাদের। এছাড়াও থাকে এক মাসের পিতৃত্বকালীন ছুটি। এছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন ঈদ, দোল, ছট পুজো অর্থাৎ বাংলায় বারো মাসে তেরো পার্বণের কথা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর