ভারতের এই নামকরা স্কুলে পড়ে ধোনির মেয়ে, বার্ষিক ফি আকাশ থেকে পড়বেন

বাংলা হান্ট ডেস্ক : ক্রিকেট দুনিয়ার রাজা বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। দীর্ঘ কেরিয়ারে তার রোজগারও নেহাত কম নয়। বিভিন্ন ব্যবসা, আইপিএল চুক্তি এবং বিজ্ঞাপন থেকে তিনি কোটি কোটি টাকা (Money) উপার্জন করে থাকেন। যদিও তার রোজনামচা দেখলে তা বোঝা মুশকিল‌। খুবই সাধারণ এবং মধ্যবিত্ত জীবনযাপন করতেই বেশি পছন্দ করেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

তবে একটা বিষয়েই কোনও রকম বাধা মানেননা তিনি। আর তা হল তার গাড়ির কালেকশন। পুরোনো ভিনটেজ গাড়ি থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি সবই রয়েছে তার সংগ্রহশালায়। তার নিজের শহর রাঁচিতেই গড়ে ফেলেছেন এক আস্ত শোরুম। সেখানে নিতান্তই সাধারণ মানুষের মতোই বাইক নিয়ে বেরিয়ে পড়েন রাস্তা ঘুরতে।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এই সংস্কৃতির মশাল নিজের মেয়ের হাতেও তুলে দিতে চান। প্রায়শই নিজের মেয়ে জিভাকে দেখা যায় তার সাথে। অল্প বয়সে নিজের বুদ্ধিমত্তা দিয়ে ইনস্টাগ্রামে প্রায় আড়াই মিলিয়ন ফলোয়ার তৈরি করা জিভা এখন স্কুলেও যেতে শুরু করেছে। জানেন কি ধোনির মেয়ে জিভা কোন স্কুলে যায় এবং সেখানে ফি কত?

উল্লেখ্য, জিভার বয়স এখন প্রায় ৮ বছর। এখন তো স্কুলেও যেতে শুরু করেছে ধোনির এই পুঁচকে রাজকন্যা। জিভা ধোনি রাঁচির তোরিয়ান ওয়ার্ল্ড তৃতীয় শ্রেণির ছাত্রী। এই স্কুলটি রাঁচির TWS ইন্টারন্যাশনাল স্কুল নামেও পরিচিত, যেটি শহরের সবচেয়ে বড় স্কুলগুলির মধ্যে একটি।

সেরা হওয়ার সুবাদে এই স্কুলের ফি’ও যে আকাশছোঁয়া হবে, সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই। তাছাড়া স্কুলটি পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও যথেষ্ট নাম করেছে। এই স্কুলে পড়ানোর জন্য ধোনিকে ঠিক কত টাকা খরচ করতে হচ্ছে তা জানা আছে কি? তোরিয়ান ওয়ার্ল্ড স্কুলের যে ফি পরিকাঠামো ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, সেখান থেকেই জানা গিয়েছে যে ক্লাস টু থেকে এইট পর্যন্ত প্রতি বছর ২ লাখ ৯৫ হাজার টাকা করে খরচ করতে হয়।

x1080

পাশাপাশি জিভা একজন ডে স্কলার। সেকারণে প্রতি মাসে তার স্কুলের খরচ ২৫,০০০ টাকার কাছাকাছি পড়ে। এবং যদি কেউ এখানকার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করতে চায়, তাহলে বার্ষিক ফি দিতে হবে ৪ লাখ ৭০ হাজার টাকা। যদিও এই খরচটা ধোনির কাছে কিছুইনা। অগাধ সম্পতির মালিক এই ক্রিকেটার মেয়ের জন্য এইটুকু খরচ তো করতেই পারেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর