জেলা বা শহর নয়, এবার বদলে যাবে গোটা কেরল রাজ্যের নাম! উদ্যোগ মুখ্যমন্ত্রীর, কী হবে নতুন পরিচয়?

বাংলা হান্ট ডেস্ক : বিরাট সিদ্ধান্ত! আর ‘কেরল’ (Kerala) বলে বলে ডাকা যাবে না ঈশ্বরের আপন দেশকে। দক্ষিণের রাজ্যটির নাম বদলের প্রস্তাব পাশ হসে গেল বিধানসভায়। ওই প্রস্তাবে বলা হয়েছে এবার থেকে কেরলকে (Kerala) ডাকতে হবে ‘কেরালাম’ বলে।

বুধবার কেরল বিধানসভায় এই প্রস্তাবটি পেশ করেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। কেন্দ্র সরকারের কাছে তিনি এই নাম বদলকে স্বীকৃতি দেওয়ার আরজি জানিয়েছেন। প্রস্তাব পেশ করার সময় কেরলের মুখ্যমন্ত্রী জানান, মালয়ালম ভাষায় তাঁদের রাজ্যের নাম ‘কেরালাম’-ই। কিন্তু অন্যান্য ভাষায় ‘কেরল’ বা ‘কেরালা’ বলে ডাকা হয় ঈশ্বরের আপন দেশকে। নতুন প্রস্তাব অনুযায়ী সব ভাষাতেই রাজ্যটিকে ‘কেরালাম’ (Keralam) বলে ডাকতে হবে।

কেরলের বামপন্থী সরকারের আনা এই প্রস্তাবকে সমর্থন করেছে বাম সরকারও। যদিও কেরল সরকার প্রস্তাব পাশ করালেও রাতারাতি রাজ্যটির নাম ‘কেরালাম’ হয়ে যাবে না। সেজন্য কেন্দ্রকে সম্মতি দিতে হবে। সংসদে বিল পাশ করাতে হবে। নতুন নামকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করতে হবে। যা জটিল প্রক্রিয়া। কেন্দ্র সরকার স্বীকৃতি না দিলে নাম বদলের এই প্রস্তাব স্বীকৃত হবে না।

Untitled design 22 4

মুখ্যমন্ত্রী বলেন, এই বিধানসভা সর্বসম্মতভাবে কেন্দ্রীয় সরকারকে সংবিধানের অনুচ্ছেদ ৩ -এর অধীনে কেরলম হিসেবে এটিকে সংশোধনের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছে। হাউসের অনুরোধ রাজ্যের নাম পরিবর্তন করে সংবিধানের অষ্টম তফশিলে থাকা সব ভাষায় কেরলম করা হোক।

পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব ইতিমধ্যেই কেন্দ্রের কাছে জমা পড়ে রয়েছে। কয়েক বছর আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে ‘বাংলা’ করার প্রস্তাব পাশ করিয়েছিলেন। যদিও সেই প্রস্তাব এখনও গ্রহণ করেনি কেন্দ্র। সেই প্রস্তাব নিয়ে আর কোনও পদক্ষেপও করা হয়নি।

Sudipto

সম্পর্কিত খবর