মুম্বাই গাঁট ভাঙলো মোহনবাগান! ম্যাচ জিতে ডুরান্ডের সেমিতে গোয়ার মুখোমুখি সবুজ মেরুণ শিবির

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে অপেক্ষার অবসান। এটিকে এবং মোহনবাগান মার্জ হওয়ার পর থেকে একবারও মুম্বাই সিটি এফসি-র বিরুদ্ধে জয় পায়নি সবুজ মেরুণ শিবির। এই বছর তাদের নাম বদলেছে এবং মেরিনার্সদের ভাবনাকে সম্মান দিয়ে নামের সামনে থেকে উঠে গিয়েছে ‘এটিকে’। আর মোহনবাগান সুপারজায়ান্টস (MBSG) নাম নিয়ে মাঠে নামতেই মুম্বাই সিটি এফসি (Mumbai City FC) বধ সম্পূর্ণ করলো হুগো বুমোরা।

আজ ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান ৩-১ ফলে হারালো মুম্বাইকে। মোহনবাগানের হয়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বিশ্বকাপার কামিন্স। এরপর পেরেরা দিয়াজের গোলে মুম্বাই সমতায় ফিরেছিল। কিন্তু এরপর ৩০ মিনিটে মনভীর এবং দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে আনোয়ার আলি গোল করে সবুজ মেরুণ শিবিরের জয় নিশ্চিত করেন।

mbsg win

কোয়ার্টার ফাইনালের বাঁধা টপকে এবার সেমি ফাইনালে এফসি গোয়ার মুখোমুখি সবুজ মেরুন শিবির। তাদের বিরুদ্ধে ম্যাচটা একেবারেই সহজ হবে না সবুজ মেরুণ শিবিরের পক্ষে। কারণ এই মুহূর্তে এফসি গোয়া রয়েছে দুরন্ত ছন্দে। চলতি টুর্নামেন্টে তারা ইতিমধ্যে চার ম্যাচ খেলে ১৫ গোল করে ফেলেছে এবং গোল হজম করেছে মাত্র ৩ টি।

আজকের এই হারের পর কিছুটা চিন্তায় থাকবে মুম্বাই সিটি এফসি। কারণ এর পরে শুধুমাত্র আইএসএলই নয় তারা ভারতীয় ফুটবলের হয়ে মাঠে নামবেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে নেইমার জুনিয়রের নতুন দল আল হিলাল। মোহনবাগানের বিরুদ্ধে এই হার তাদের ভাবতে বাধ্য করবে।

আরও পড়ুন: ৪ বছর আগের বদলা! বৃষ্টিভেজা যুবভারতীতে গোকুলামকে হারিয়ে ডুরান্ডের সেমিতে ইস্টবেঙ্গল

আজকের ম্যাচের রেফারিং নিয়ে অবশ্য বড় প্রশ্ন চিহ্ন থেকে যাবে। মুম্বাইকে একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে এমন অভিযোগ উঠছে। মোহনবাগান সমর্থকরা অভিযোগ তুলেছেন যে কিছু সিদ্ধান্ত গিয়েছে তাদের বিপক্ষেও। এই মুহূর্তে দেশের সেরা দুই ফুটবল দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় ফুটবল খেলেছে রেফারিং আলোচনা বেশি রয়েছে, এই ব্যাপারটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর