নয়া মোড়! মেয়ের আইনজীবী কে জানেন না খোদ অনুব্রত, জেলে বসে যা চাল চালছে সুকন্যা…

বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় (Cow Smuggling Case) বর্তমানে তিহাড় বন্দি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপশালী নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। বিগত কিছুমাস থেকে নানা কারণ দেখিয়েও আদালত থেকে জামিন পাননি কেউও। এখনও জামিন অধরাই রয়ে গিয়েছে বীরভূমের হেভিওয়েট এই নেতা ও তার কন্যার।

এরই মধ্যে বিপদ আরও বাড়লো সুকন্যার। দিল্লি হাই কোর্টে ফের পিছিয়ে গেল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের মামলার শুনানি (Bail plea)। এর আগেও শুনানি পিছিয়ে যাওয়ায় বিপদে পড়ে সুকন্যা। আর এদিনই সেই একই ঘটনার। কোর্ট সূত্রে জানা যাচ্ছে, এই জামিন মামলার পরবর্তী শুনানি হবে ২৭ সেপ্টেম্বর।

আরও পড়ুন: BJP-কে ঘিরে ধরল বিজেপিই! অনুব্রত গড়ে একি কাণ্ড, ধুন্ধুমার জেলা জুড়ে

কার্যত এখন জেলেই থাকতে হচ্ছে কেষ্ট কন্যাকে। অন্যদিকে এদিনও আদালতে দেখা গেল না সুকন্যার আইনজীবীকে। জানিয়ে রাখি গরু পাচার মামলায় তদন্তে অসহযোগিতার অভাবে ইডির হাতে গ্রেফতার হন সুকন্যা। গ্রেফতারির প্রথমদিকে সুকন্যার হয়ে মামলা লড়ছিলেন অমিত কুমার। তবে পরবর্তীতে ঘটে বিপত্তি।

anubrata sukanya

জানা যায় কেষ্ট ও তার মেয়ের মধ্যে আইনজীবিকে নিয়ে মতভেদের জন্য অমিত কুমারকে সরিয়ে দেওয়া হয়। তবে তারপর থেকে সুকন্যার হয়ে মামলা কে লড়ছেন সেই নিয়ে ধোঁয়াশা। আর আজও এই ধোঁয়াশার মেঘ কাটলো না।

আরও পড়ুন: হঠাৎই মৌসুমী অক্ষরেখার অবস্থান বদল! কিছুক্ষণেই বৃষ্টি কলকাতা সহ এই ৬ জেলায়

মঙ্গলবার দিল্লি হাই কোর্টে ছিল সুকন্যার জামিন মামলার শুনানিতেও এদিনও দেখা গেল না তার আইনজীবীকে। অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, মেয়ের হয়ে মামলা কে লড়ছে তা জানেন না খোদ অনুব্রতও। অনুব্রতর আইনজীবীরাও এই বিষয়ে কিছু জানেন না বলেই জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর