বিরাট ভেলকি! হঠাৎই রাজ্যের ৫ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, আজই তোলপাড় হবে দক্ষিণবঙ্গ?

বাংলা হান্ট ডেস্ক: সোমবার থেকেই কমেছে বৃষ্টি। রাজ্যজুড়ে বাড়ছে গরম। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এরই মাঝে হঠাৎ ঝেঁপে বৃষ্টি।

বিকেলের পর থেকেই কোচবিহারে শুরু হয়েছে মাঝারি বৃষ্টি। ওদিকে জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টি হয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ওদিকে সামান্য স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গেও। দক্ষিণের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় খুব সামান্য বৃষ্টি হতে পারে। তবে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির এখন কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: নয়া মোড়! মেয়ের আইনজীবী কে জানেন না খোদ অনুব্রত, জেলে বসে যা চাল চালছে সুকন্যা…

আজ কলকাতাতেও বিকেলের পর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। গত দু তিন দিন থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমছে। আজ থেকে বাড়বে তাপমাত্রা। ফলে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী।

weather

আরও পড়ুন: লাল ঝড়ে উড়ে গেল তৃণমূল! নদীয়ায় CPM-র দাপটে দাঁতই ফোটাতে পারল না শাসকদল

আপাতত গোটা রাজ্যে গরম বাড়বে। আগামী কয়েকদিন বহাল থাকবে তাপমাত্রা, অস্বস্তিকর গরম। এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের (North Bengal) জেলা গুলিতেও।

আগামীকালও উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর