জার্সি ছেঁড়া থেকে শারীরিক নিগ্রহ! উগ্র মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ডুরান্ড কাপের (Durand Cup 2023) গ্রুপ পর্বের বদলা ফাইনালে পৌঁছে নিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। ম্যাচের একটা নির্দিষ্ট সময় তারা দশজনে খেলেছে এবং সেই সময়েই গোল করে ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে লিড নেয় এবং সেই গোলটি শেষ পর্যন্ত ম্যাচের এবং টুর্নামেন্টের ফাইনালের নির্ধারক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ম্যাচ জয়ের পর যা হয়েছিল সেটা হয়তো খাঁটি মোহনবাগান সমর্থকরাও সমর্থন করতে পারবে না।

যুবভারতী স্টেডিয়াম সংলগ্ন কাদাপাড়া অঞ্চল দিয়ে ইস্টবেঙ্গলের সমর্থকরা যখন বাড়ির পথে পা বাড়িয়েছে তখন উগ্র মোহনবাগান সমর্থকদের আক্রমণের মুখে পড়তে হয় তাদের। এমনিতে, ডার্বির ফলাফল যাই হোক না কেন বহু বছর ধরে ওই অঞ্চলের প্রথাটা এমনই চলে আসছে। নারী, বাচ্চা বয়স্ক নির্বিশেষে ওই অঞ্চলের উগ্র সমর্থকদের আক্রমণের কবলে পড়তে হয় খেলা দেখে ফিরতে থাকা লাল হলুদ সমর্থকদের।

কিন্তু এবার ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সরাসরি অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করে এই অবস্থার কথা উল্লেখ করে নিন্দা করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ওই অঞ্চলের বিধায়ককে বারবার জানানো সত্ত্বেও কোনও প্রতিকার করা হয়নি এই অবস্থার। এইবারও সেখানে লোহার রড দিয়ে ইস্টবেঙ্গল ভক্তের মাথা ফাটিয়ে দেওয়া মহিলাদের হেনস্থা করার মতো ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ৩ টি প্রধান কারণ, যার জন্য ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে রেকর্ড গড়ে ডুরান্ড জিতলো মোহনবাগান

ওয়েস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে যে তারা বিধান নগর পুলিশকে এই ব্যাপারে অভিযোগ করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ চাইছেন। যে সমস্ত সমর্থকরা আক্রান্ত হয়েছেন তাদের বুধ ও বৃহস্পতিবার ক্লাবে আশার অভিযোগ জানানো হয়েছে এবং জানানো হয়েছে যে তাদের সমস্ত চিকিৎসার খরচ বহন করবে ইস্টবেঙ্গল ক্লাব।

আরও পড়ুন: ডুরান্ড জিতে বিশাল আর্থিক পুরস্কার পেলো মোহনবাগান! টাকার অঙ্ক মাথা ঘোরানোর মতো

এমন নয় যে ডার্বির পরে শুধুমাত্র ইস্টবেঙ্গল সমর্থকদের এমন ঘটনার সাক্ষী হতে হয়। গ্রুপ পর্বের ডার্বি শেষে উগ্র ইস্টবেঙ্গল সমর্থকরা মোহনবাগানের টিম বাস আটকে ফুটবলারদের কটু কথা শুনিয়েছিলেন এবং সেই ঘটনার একাধিক ভিডিও রয়েছে। কলকাতা ময়দানের একটা অংশের সমর্থকদের রুচির পরিবর্তন কবে হবে সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর