বাংলাহান্ট ডেস্ক : আমরা ব্যবসার প্রসারের জন্য বিজ্ঞাপনের ব্যবহার করে থাকি। হোডিং, ফেস্টুন বা ভিজিটিং কার্ড, বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি। তবে কখনো শুনেছেন কি খুনের বরাত চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে? এক যুবকের এমন কীর্তিতে রীতিমতো হতবাক পুলিশও।
ঘটনাটি ঘটিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের এক যুবক। পুলিশ সূত্রে খবর, এই যুবকের নাম মোর সেলিম মোল্লা। এই যুবকটি ক্যানিং থানার গোপালপুর গ্রামের বাসিন্দা। এই যুবকটি যে ভিজিটিং কার্ড ছাপিয়েছেন তাতে তিনি নিজের পরিচয় হিসেবে লিখেছেন ‘বুলেট।’ তার সাথে লেখা এখানে হাফ মার্ডার ও ফুল মার্ডার করা হয়।
আরোও পড়ুন : আর চলবে না টোটো-অটো-তিন চাকার যান, নিষিদ্ধ এলাকাগুলির তালিকায় আপনার জায়গা নেই তো ?
এরপর রয়েছে ওই যুবকের ফোন নম্বর। এই যুবকটি তার ভিজিটিং কার্ড বিভিন্ন জায়গায় বিলিও করেছেন বলে অভিযোগ। এই যুবকের পরিবারের লোকজন দাবি করেছেন তিনি মানসিক ভারসাম্যহীন। ওই যুবকের মানসিক রোগের চিকিৎসা চলছে। এদিকে গ্রেফতার করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
যদিও চিকিৎসা সংক্রান্ত নথি থানায় জমা দেওয়ার পরেও পুলিশ যুবককে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ জানিয়েছেন যুবকের আত্মীয়রা। পাশাপাশি, গত বছর ক্যানিংয়ে কুপিয়ে হত্যা করা হয় ৩ তৃণমূল নেতাকে। সেই সময় মোর সেলিম ওরফে বুলেটকে পাকরাও করা হলে পরিবারের লোকেরা দাবি করেছিলেন, যে ওই যুবক মানসিক ভারসাম্যহীন! বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।