বিয়ে করেই পথে বসেছেন উদয়! থালা হাতে ভিক্ষা করার ভিডিও দেখে চক্ষু চড়কগাছ ভক্তদের

বাংলা হান্ট ডেস্ক : মাস দুয়েক আগেই বিয়ে করে সংসার পেতেছেন টেলি তারকা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। দীর্ঘদিনের প্রেমিকা অনামিকার (Anamika Chakraborty) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ছোট পর্দার চয়ন। শুরু করেছেন জীবনের নতুন পথচলা। তবে কী এমন হল যে, বিয়ের দুই মাসের মাথাতেই রাস্তায় নেমে আসতে হল অভিনেতাকে। জল্পনা শুরু নেটপাড়ায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ছবিতে দেখা যাচ্ছে সারা গায়ে কালিঝুলি মেখে নোংরা জামাকাপড় পরে কালো চাদর গায়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন উদয়। কখনও বা হাত পেতে ভিক্ষা করছেন তো কখনও আবার পথচলতি লোকদের দিকে চেয়ে রয়েছেন। তবে কেন এই অবস্থা তার? এটা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

সম্প্রতি এমনই কিছু ছবি ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন পর্ণার দেওর চয়ন। তবে জানিয়ে দিই, বিষয়টা নিয়ে অতটাও চিন্তা করার কিছু নেই কারণ এই গোটা বিষয়টাই শুট করা হয়েছে মজার ছলে। নীল চট্টোপাধ্যায় ও উদয় মিলে এই ঘটনা ঘটিয়েছেন। এমনকি উদয়কে এই অবস্থায় দেখে কিছু মানুষ তো আবার খুচরো পয়সাও দিয়ে গেছেন।

আরও পড়ুন : মা হলেন মানালি! বিয়ের ৩ বছরের মাথায় কন্যার ছবি শেয়ার করে চমকে দিলেন ভক্তদের

এই মজার ভিডিওটি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘বিয়ের দুমাস পরেই পথে বসলেন অভিনেতা উদয়।’ পোস্টে বন্ধু নীলের উদ্দেশ্যেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন অভিনেতা। তার উদ্দেশ্যে উদয় লিখেছেন, , ‘অনেক ধন্যবাদ নীল চট্টোপাধ্যায়, তুমি না থাকলে এটা হতো না। কী সুন্দর শট নিয়েছ।’ তবে সবচেয়ে মজাদার তো এই পোস্টের কমেন্ট বক্স।

আরও পড়ুন : মায়ের মতই মিষ্টি, পর্দায় মাকে দেখে কী কান্ড করে ছোট্ট কবীর? নিজেই জানালেন কোয়েল

 

View this post on Instagram

 

A post shared by Uday Pratap Singh (@pratapud)

সেখানে নানা জনে নানা ধরনের মন্তব্য করেছেন। তবে এসবের মাঝেই নজর কেড়েছে অভিনেতার স্ত্রী অনামিকার কমেন্ট। স্বামীর এই অবস্থা দেখে রেগে লাল হয়ে গেছেন তিনি। কমেন্টে লিখেছেন, ‘আজ আর বাড়ি ফিরতে হবে না, বাই বাই।’ অনামিকার এই কমেন্টে রিপ্লাইও করেছেন অনেকে‌। কেউ লিখেছেন, বাড়ি গিয়ে কী হয় সেটা যেন অবশ্যই জানানো হয়। সবে মিলিয়ে এই মজার ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন ভক্তরা, তা কমেন্টেই স্পষ্ট৷

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর