বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে তাল মিলিয়ে ভারতীয় রেলের খোলনলচে বদলেছে। যত সময় যাচ্ছে ততই ভারতীয় রেল গুরুত্ব দিচ্ছে যাত্রী স্বাচ্ছন্দে। এবার সেই দিকে আরো এক ধাপ অগ্রসর হল ভারতীয় রেল। এবার রেলের পক্ষ থেকে অসংরক্ষিত শ্রেণীর যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এবার থেকে ভারতীয় রেল মাত্র ২০ ও ৫০ টাকায় খাবার তুলে দেবে যাত্রীদের মুখে।
জানা গিয়েছে, ৭টি পুরি, আলুর শুকনো তরকারি ও আচার মিলবে ২০ টাকার থালিতে। ৫০ টাকা খরচ করলে যাত্রীরা পেয়ে যাবেন রাজমা চাওল,ছোলে বাটুরে, খিচুড়ি, কুলচা, মসলা দোসা ও পাও ভাজি। এই খাবারের স্টলগুলি থাকবে প্ল্যাটফর্মে অসংরক্ষিত কামরার দিকে। এই স্টলগুলি থেকে পাওয়া যাবে সস্তায় পানীয় জলও।
আরোও পড়ুন : ১৭ বছর ধরে বিশ্বকর্মার আরাধনা শান্তিপুর লোকালে! ভ্রাম্যমাণ এই পুজোর ইতিহাস আবাক করে দেবে
আপাতত এই স্টলগুলি থেকে উত্তর ও দক্ষিণ ভারতীয় খাবার পাওয়া যাবে বলে ভারতীয় রেল (Indian Railways) সূত্রে খবর। রেল প্রাথমিকভাবে এই পরিষেবা শুরু করতে চলেছে দেশের ৫১টি স্টেশনে। পরবর্তী ধাপে এই পরিষেবা আরো ১৩ টি স্টেশনে চালু করা হবে বলে জানা গেছে। প্রতিদিন রেলে কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন।
আরোও পড়ুন : দার্জিলিং তো অনেকবারই গেলেন! এবার ঢুঁ মারুন এই পাহাড়ি গ্রামে, গেলেই পাবেন স্বর্গীয় তৃপ্তি
দরিদ্র ও অর্থনৈতিকভাবে দুর্বল যাত্রীদের কথা ভেবেই রেলের এই নয়া উদ্যোগ। রেলের পক্ষ থেকে স্টেশনের দোকান ও প্যান্ট্রি কারের ক্যাটারিংকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে ১৫ টাকাতেই বিক্রি করতে হবে এক লিটার জলের বোতল। যদি কোনও স্টেশনে এই নিয়মের অন্যথা হয় বা অতিরিক্ত দাম নেওয়া হয়, তাহলে যাত্রীরা অভিযোগ জানাতে পারবেন রেল কর্তৃপক্ষকে।
এর পাশাপাশি রেল আরো একটি চমক নিয়ে এসেছে যাত্রীদের জন্য। আইআরসিটিসির এই ফুড প্লাজাগুলো থেকে মিলবে বিরিয়ানি। আপাতত আলু বিরিয়ানি, এগ বিরিয়ানি ও চিকেন বিরিয়ানি পাওয়া যাবে এই প্লাজাগুলিতে। মাত্র ৭০ টাকায় ভেজ বা আলু বিরিয়ানি, ৮০ টাকায় এগ বিরিয়ানি ও ১০০ টাকায় চিকেন বিরিয়ানি খেতে পারবেন যাত্রীরা।