বাংলা হান্ট ডেস্ক : হিন্দি চলচ্চিত্রের ইতিহাসের এক অন্যতম কাল্ট ক্লাসিক ছবি হল থ্রী ইডিয়ট (Three Idiots)। আর এই ছবির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ছবিটি কেবল তার মূখ্য চরিত্রদের জন্যই বিখ্যাত নয়, বরং সার্কিট, চতুর থেকে শুরু করে লাইব্রেরিয়ান দুবে__প্রতিটি চরিত্রের ভূমিকা অনস্বীকার্য। তবে সদ্যই এই গ্রন্থাকার দুবে (Librarian Dubey) ওরফে অখিল মিশ্র (Akhil Mishra) আমাদের ছেড়ে চলে গেলেন।
জানা যাচ্ছে মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর। সূত্রের খবর, মৃত্যুর সময় নাকি তিনি রান্নাঘরে কাজ করছিলেন। দূর্ভাগ্যবশত পা পিছলে পড়ে যান এবং তার মৃত্যু। যদিও এখনও পর্যন্ত তার মৃত্যুর কারণ পরিস্কার নয়। প্রয়াত অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে জানা যাচ্ছে, মৃত্যুর সময় তাঁর স্ত্রী তাঁর সাথে ছিলেননা।
প্রসঙ্গত উল্লেখ্য, অখিল মিশ্র বিয়ে করেছিলেন এক জার্মান অভিনেত্রীকে। তার নাম সুজান বার্নার্টক। স্বামীর এমন অকালমৃত্যুতে ভেঙে পড়েছেন সুজান। এই বিষয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে, আমার জীবনসঙ্গী চলে গেছে।’ আসলে তিনি সেই সময় একটি প্রোজেক্টের কাজে হায়দরাবাদে ছিলেন। যদিও স্বামীর মৃত্যুর খবর পাওয়া মাত্রই বাড়িতে ফিরে আসেন তিনি।
আরও পড়ুন : ৮০০ কোটির প্যালেস থেকে গাড়ির মেলা, নবাব বেগম করিনার সম্পত্তি দেখলে চোখ কপালে উঠবে
অখিল মিশ্রের কাজের কথা বললে তালিকায় রয়েছে, ‘ডন’, ‘ওয়েল ডন আব্বা’, ‘হাজারোঁ খোয়াইশিন’র মত জনপ্রিয় সব ছবি। যদিও তিনি মিডিয়া লাইমলাইটে এসেছিলেন ‘থ্রী ইডিয়টস’র হাত ধরে। ছবিতে তাঁর চরিত্রটি ছোট হলেও বেশ উল্লেখযোগ্য ছিল। এছাড়াও টিভি শো ‘উত্তরণ’-এ উমেদ সিং বুন্দেলার চরিত্রে অভিনয় করেও তিনি তার ছাপ রেখে গেছেন।