এবার বাংলা পাচ্ছে ষষ্ঠ বন্দে ভারত! হাওড়া থেকেই ছুটবে এই নতুন রুটে, কপাল খুলবে আমজনতার

বাংলাহান্ট ডেস্ক : রেল (Indian Railways) বিভাগ পশ্চিমবঙ্গে ছটি বন্দে ভারত রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে ইতিমধ্যেই তিনটি রুটে পরিষেবা শুরু হয়ে গেছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরি রুটে পরিষেবা দিচ্ছে বন্দে ভারত (Vande Bharat Express)। খুব শীঘ্রই পরিষেবা চালু করা হবে অন্য দুটি রুটে।

তবে জানা যাচ্ছে পুজোর আগেই চালু হয়ে যেতে পারে বাংলার ষষ্ঠ বন্দে ভারত রুট। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই দিনে একসাথে উদ্বোধন করতে চলেছেন ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের। এর মধ্যে দুটি বন্দে ভারত পাচ্ছে বাংলা। এগুলি হল পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।

আরোও পড়ুন : এখন থেকে চিকিৎসার খরচ নিয়ে ‘নো টেনশন’! গোটা দেশেই ক্যাশলেস বীমা! দুর্দান্ত পরিকল্পনা কেন্দ্রের

জামশেদপুরের বিজেপি সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো বলেছেন, “রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমাকে জানিয়েছেন এই ট্রেনটি চলতে পারে টাটানগর থেকে হাওড়া পর্যন্ত। খুব শীঘ্রই এই রুটের ঘোষণা করা হতে পারে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে।” খুব শীঘ্রই এই দুটি রুটে চালু হবে বাংলার চতুর্থ ও পঞ্চম বন্দে ভারত।

আরোও পড়ুন : নয়া চমক নিউটাউনে! শপিংমল তৈরীতে দুবাই থেকেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গী বহুজাতিক সংস্থাও

তবে জানা যাচ্ছে আরও একটি রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। অন্যদিকে, চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, টাটানগর থেকে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস রুটের কথা। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, রেলওয়ে পরিকল্পনা করছে নতুন একটি বন্দে ভারত জামশেদপুর ও রাঁচি থেকে বারাণসী পর্যন্ত চালানোর জন্য।

vande bharat express

পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে জমি জরিফের কাজ চলছে। এই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে রেল বোর্ড। সেইমতো বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ব্যাপারে সমীক্ষা করছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। তবে, নতুন এই চালু হলে পশ্চিমবঙ্গের মানুষ যে ভীষণভাবে উপকৃত হবেন তা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর