বাংলাহান্ট ডেস্ক : অক্টোবর মাস উৎসবের মাস। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের উৎসবের জন্য বিভিন্ন রাজ্যে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে, গ্রাহকদের কাজকর্ম করতে সমস্যা বাড়বে। ইতিমধ্যেই অবশ্য ব্যাঙ্কের ছুটির দিনের তালিকা প্রকাশ্যে এসেছে। সেই হিসেবে দেখা গিয়েছে, সারা অক্টোবর মাসে ১৮ দিন খুলবে না ব্যাঙ্কের দরজা।
তারমধ্যে আবার পশ্চিমবঙ্গে ১১ দিন বন্ধ থাকবে প্রতিটি ব্যাঙ্কের শাখা। অক্টোবর মাস উৎসবের মাস হওয়ার কারণে বহু মানুষেরই হাতে টাকা পয়সার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে ব্যাঙ্ক বন্ধ থাকা গ্রাহকদের উপর বড় প্রভাব ফেলতে পারে। তাই ছুটির তালিকা দেখেই গ্রাহকদের প্রয়োজনীয় কাজ আগে থেকে সেরে নিতে হবে।
আরোও পড়ুন : অক্টোবরে বড়সড় পরিবর্তন হচ্ছে ১৮২টি ট্রেনের সময়সূচিতে! নতুন টাইমটেবিল আনছে রেল
অক্টোবর মাসে যে সকল দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে :
২ অক্টোবর (সোমবার) : গান্ধী জয়ন্তী উপলক্ষে গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৪ অক্টোবর (শনিবার) : মহালয়া উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮ অক্টোবর (বুধবার) : কাটি বিহু উপলক্ষ্যে অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ অক্টোবর (শনিবার) : দুর্গাপুজোর মহাসপ্তমী উপলক্ষ্যে ত্রিপুরা, অসম, মণিপুর এবং বাংলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ অক্টোবর (সোমবার) : দুর্গাপুজোর মহানবমী উপলক্ষ্যে ত্রিপুরা, কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, অসম, অন্ধ্রপ্রদেশ, কানপুর, কেরল, ঝাড়খণ্ড এবং বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরোও পড়ুন : কলকাতার একাধিক স্কুল জায়গা পেল ভারত সেরার তালিকায়! দেখুন কোন বিদ্যালয় কত নম্বরে
২৪ অক্টোবর (মঙ্গলবার) : দশেরা, দুর্গাপুজোর বিজয়া দশমী উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশ এবং মণিপুর বাদে সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ অক্টোবর (বুধবার) : দুর্গাপুজোর দশাইন উপলক্ষ্যে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ অক্টোবর (বৃহস্পতিবার) : দুর্গাপুজোর দশাইন উপলক্ষ্যে সিকিম, জম্মু এবং কাশ্মীরে ব্যাঙ্কে ছুটি থাকবে।
২৭ অক্টোবর (শুক্রবার) : দুর্গাপুজোর দশাইন উপলক্ষ্যে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৮ অক্টোবর (শনিবার) : লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বাংলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ অক্টোবর (মঙ্গলবার) : সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে গুজরাটে ব্যাঙ্কে ছুটি থাকবে।
এছাড়াও, ৫টি রবিবার পড়েছে এইয়বছরের অক্টোবর মাসে। সরকারি নিয়ম অনুসারে, গোটা দেশ জুড়েই ওই পাঁচ দিন ব্যাঙ্কের দরজা বন্ধ। রবিবার পড়েছে ১ অক্টোবর, ৮ অক্টোবর, ১৫ অক্টোবর, ২২ অক্টোবর এবং ২৯ অক্টোবর। অন্যদিকে দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবারের জন্য ব্যাংক বন্ধ থাকবে ১৪ এবং ২৮ অক্টোবর।