বাংলা হান্ট ডেস্ক: মেধাবী পড়ুয়াদের সঠিকভাবে পড়াশোনার সুবিধার্থে এবং তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে সরকারি স্তর থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি ক্ষেত্র থেকেও স্কলারশিপ (Scholarship) প্রদান করা হয়। যার মাধ্যমে প্রত্যক্ষভাবে উপকৃত হয় লক্ষ লক্ষ পড়ুয়া। পাশাপাশি, তারা বাধাহীনভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও এগিয়ে যেতে পারে। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক স্কলারশিপের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটির আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে।
মূলত, আজ আমরা ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ফাউন্ডেশনের একটি স্কলারশিপের বিষয়ে জানাবো। এই ফাউন্ডেশনের তরফে গত ২৫ বছর ধরে একটি স্কলারশিপের পরিচালনা করা হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই ওই স্কলারশিপের এই বছরের রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায়, ওই স্কলারশিপের নাম হল “Reliance Foundation Scholarships”। এই স্কলারশিপ ৫,০০০ জন মেধাবী শিক্ষার্থীকে প্রদান করা হবে।
কারা পাবে এই স্কলারশিপ: প্রথমেই জানিয়ে রাখি যে, এই আবেদন শুধুমাত্র ভারতীয় পড়ুয়াদের জন্য উপলব্ধ রয়েছে। যারা দাদ্বশ শ্রেণিতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরের সাথে পাশ করেছে এবং বিশ্ববিদ্যালয়ে পূর্ণ-সময়ের স্নাতক (UG) ডিগ্রির প্রথম বর্ষে ভর্তি হয়েছে কেবলমাত্র তারাই পাবে এই স্কলারশিপ। এছাড়াও, পড়ুয়াদের পারিবারিক আয় বার্ষিক ২,৫০,০০০ টাকার কম হতে হবে।
আরও পড়ুন: মধ্যবিত্তদের জন্য বড় উপহার! এবার আসতে চলেছে দুর্ধর্ষ ফিচার্সের iPhone SE 4, কবে হবে লঞ্চ?
আবেদনের শেষ দিন: ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, “Reliance Foundation Scholarships”-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায়, আগামী ১৫ অক্টোবর, ২০২৩ পর্যন্ত এই স্কলারশিপের ক্ষেত্রে আবেদন করা যাবে।
আরও পড়ুন: রকেট গতি, দামে সস্তা! Jio-কে টেক্কা দিতে আগামী মাসে ভারতে লঞ্চ হবে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট
এইভাবে করুন আবেদন: এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়ার বিষয়টি অত্যন্ত সহজ। এক্ষেত্রে প্রথমে রিলায়েন্স ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে, UG Scholarship অপশনে ক্লিক করে “Apply Now” অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখানে থাকা ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। উল্লেখ্য যে, আবেদন করার জন্য পড়ুয়াদের অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকতে হবে।
স্কলারশিপের পরিমাণ: এই স্কলারশিপের মাধ্যমে আবেদনকারী যোগ্য এবং মেধাবী পড়ুয়ারা পড়াশোনা চলাকালীন সর্বোচ্চ ২ লক্ষ টাকার বার্ষিক স্কলারশিপ পেতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, “Reliance Foundation Scholarships”-এর ক্ষেত্রে মহিলা এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়।