একটানা বৃষ্টি! এবার DVC’র এই সিদ্ধান্তে ভেসে যেতে পারে গ্রামের পর গ্রাম, আতঙ্ক সৃষ্টি রাজ্যে

বাংলাহান্ট ডেস্ক : দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশন ঝাড়খন্ডে (Jharkhand) একটানা বৃষ্টির কারণে জারি করেছে কমলা সতর্কতা। অন্যদিকে, জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে । মাইথন থেকে ৩০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয় রবিবার রাত ১১.৩০ মিনিটে।

এই দুই জায়গা থেকে রবিবার মোট ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। কমিশন জানাচ্ছে, হটাৎ করে জলস্রোত বেড়ে গেছে দামোদর ও বরাকর ক্যাচমেন্ট এলাকায়। তাই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইথন থেকে ১৮ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৩০ হাজার কিউসেক জল প্রথমে ছাড়া হয় রবিবার বিকালে। এরপর রাতে বাড়ানো হয় জল ছাড়ার পরিমাণ।

আরোও পড়ুন : ‘সাড়া দিতে বয়েই গেছে’….চন্দ্রযান ৩’র মতোই অবস্থা হয়েছিল এই ৭টি মহাকাশযানের অবস্থাও

ডিভিসির এগজিকিউটিভ ডিরেক্টর (সিভিল) অঞ্জনি কুমার দুবে জানাচ্ছেন, মাইথনে ৪৮৭.৫২ ফুট এবং পাঞ্চেতে ৪১৩.৬০ ফুট জল আছে এদিন বিকাল অব্দি।অঞ্জনি কুমার দুবের কথায়, রবিবার বিকালে দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশনের কমলা সতর্কতার নির্দেশ পাই। নির্দেশ পৌঁছানোর ৬ঘন্টা পর আমরা সেটি কার্যকর করেছি। কমলা সতর্কতা জারি করা হয়েছে ৫০ হাজার থেকে এক লাখ কিউসেক জল ছাড়ার জন্য।

আরোও পড়ুন : মাথার দাম ছিল ৩ লাখ! NIA-র হাতে গ্রেফতার ISIS জঙ্গি, বানচাল বড়সড় নাশকতার ছক

ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি হচ্ছে। DVC গত কয়েকদিন অল্প জল ছাড়লেও, ঝাড়খণ্ডের বৃষ্টির ফলে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। ডিভিসির এগজিকিউটিভ ডিরেক্টর (সিভিল) জানাচ্ছেন, আগেই পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয় মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়ার ব্যাপারে। পশ্চিমবঙ্গের সেচ খালগুলি পরিষ্কার করা আছে। এরফলে ধরে রাখা যাবে বেশি পরিমাণ জল।

vbcvbhdvcdhvc

জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক জানিয়েছেন, একটানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায়। এরফলে দামোদরে গিয়ে পড়বে বরাকর, কুলটি থেকে দুর্গাপুর পর্যন্ত প্রবাহিত বিভিন্ন খাল ও ছোট নদীগুলির জল। একই সাথে সেখানে মিশবে ডিভিসির ছাড়া জল। পুরো বিষয়টিই নজরে আছে জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর