বাংলাহান্ট ডেস্ক : ফের একবার মঙ্গল গ্রহ (Mars) অভিযানের প্রস্তুতি শুরু করেছে ইসরো। প্রায় ৯ বছর পর ফের লাল গ্রহে মহাকাশযান পাঠাতে চলেছে ভারতের মহাকাশ সংস্থা। একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ইসরো মঙ্গল গ্রহে যে মহাকাশযানটি পাঠাতে চলেছে তার নাম দেওয়া হয়েছে মঙ্গলযান-২।
ইসরোর এই মঙ্গল অভিযানের পিছনে রয়েছে একাধিক কারণ। ‘মঙ্গলযান-২’ পরিচিত নাম ‘মার্স অরবিটর মিশন-২’-এর। ইসরোর পক্ষ থেকে এই মঙ্গলযানের সাথে পাঠানো হবে আরও চারটি পেলোড, যেগুলি মঙ্গল গ্রহের মাটি পরীক্ষা নিরীক্ষা করবে। এই পেলোডগুলি পরীক্ষা করে দেখবে লাল গ্রহের আবহাওয়া, মাটির ধুলো।
আরোও পড়ুন : এক্কেবারে চুপিচুপি! কিং খানের এই নায়িকা বাঁধা পড়লেন সাতপাকে, ভিডিও সামনে আসতেই চর্চা শুরু
পরীক্ষার পর সেই সংক্রান্ত তথ্য পাঠানো হবে পৃথিবীতে। মার্স অরবিট ডাস্ট এক্সপেরিমেন্ট (মডেক্স) নামের প্রথম পেলোডটি বুঝতে চেষ্টা করবে মঙ্গলের মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় ধুলোর উৎপত্তি, ঘনত্ব, গতিবিধি। বায়ুমণ্ডলে ইলেকট্রন, নিউট্রনের ঘনত্ব পরিমাপ, বায়ুমণ্ডলের সার্বিক চরিত্র বিশ্লেষণ করবে রেডিয়ো অকালটেশন (আরও) নামের দ্বিতীয় পেলোডটি।
আরোও পড়ুন : একটানা বৃষ্টি! এবার DVC’র এই সিদ্ধান্তে ভেসে যেতে পারে গ্রামের পর গ্রাম, আতঙ্ক সৃষ্টি রাজ্যে
এনার্জেটিক আয়ন স্পেকটোমিটার (ইআইএস) হবে মঙ্গলযান-২-এর তৃতীয় পেলোড। এটির কাজ হবে মঙ্গলের বায়ুমণ্ডলে সৌরশক্তি কণা এবং সুপার থার্মাল সৌরবায়ু কণা চিহ্নিত করা। ল্যাংমিওর প্রোব অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড এক্সপেরিমেন্ট (এলপেক্স) নামের চতুর্থ পেলোড মঙ্গলের বায়ুমণ্ডলে প্লাজমার পরিবেশ পর্যবেক্ষণ করবে। চন্দ্রযান-৩ অভিযানে সফলতার মুখ দেখেছে ইসরো।
এই মিশনের মাধ্যমে প্রথমবারের জন্য চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করানো গেছে। একটানা দশ দিন চাঁদের মাটিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার এবং রোভার। এর কিছুদিনের মধ্যেই সূর্যকে প্রদক্ষিণ করে তথ্য সংগ্রহের জন্য ইসরো সৌরযান পাঠিয়েছে। একের পর এক সাফল্যের পর ভারতীয় মহাকাশ সংস্থার এবার লক্ষ্য দ্বিতীয়বারের জন্য মঙ্গল অভিযান।