বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর একদিনও বাকি নেই। কিছু সময় পর থেকেই ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) আনন্দ উপভোগ করতে শুরু করবে গোটা ক্রিকেটবিশ্ব। ১২ বছর পর ভারতের মাটিতে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। যেহেতু ভারতীয় দল (Indian Cricket Team) দেশের মাটিতে এই টুর্নামেন্ট খেলবে, তাই তাদের ওপর প্রত্যাশার চাপও থাকবে অনেকটাই বেশি। আর এই চাপ সামলানোর দায়িত্ব অনেকটাই থাকবে তারকা সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) কাঁধে।
২০২২ সালের শেষ দিক থেকে বিরাট কোহলির নিজের পুরনো ছন্দ ফিরে পেয়েছেন। ওডিআই বিশ্বকাপের আগেও তার ব্যাট থেকে রান এসেছে নিয়মিত ভাবেই। ফলস্বরূপ তাকে নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে সমর্থকদের মনে। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগে তিনি একটি কাজ করতে পারবেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন।
বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের কাছে অনেকেই কমপ্লিমেন্টারি টিকিটের জন্য অনুরোধ করে থাকেন। কিন্তু বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন যে এবার তার কাছ থেকে টিকিট চেয়ে কোন লাভ হবে না। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “আমরা এখন বিশ্বকাপের খুব কাছে চলে এসেছি। আমি বিনীতভাবে আমার সমস্ত বন্ধুদের জানাতে চাই যে টুর্নামেন্টের মধ্যে আমাকে টিকিটের জন্য কেউ অনুরোধ করবেন না। দয়া করে আপনারা বাড়িতে থেকেই উপভোগ করুন।” তার স্ত্রী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা মজা করে সঙ্গে আরও লিখেছেন, “আর ওকে যদি ফোনে বা মেসেজ করে জবাব না পান তাহলে দয়া করে আমাকে সাহায্যের জন্য অনুরোধ করবেন না।”
আরও পড়ুন: মাঠে নামলেই রেকর্ড! মহেন্দ্র সিংহ ধোনিকে বিশ্বকাপে টপকে যাবেন রোহিত শর্মা
বিরাট কোহলি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছিলেন। সকলেই চান তিনি অন্য ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে নিজের খেলার ওপর পুরোপুরি মনঃসংযোগ রাখুক। তাতে সবচেয়ে বেশি লাভ হবে ভারতীয় দলেরই।
আরও পড়ুন: প্রত্যেকটি দেশ পেলেও ভারতীয় দলকে এই সুবিধা দিতে পারলো না BCCI! চিন্তায় রাহুল দ্রাবিড়…
অক্টোবর মাস বিরাট কোহলির জন্য অত্যন্ত ভালো মাস। নিজের ওডিআই কেরিয়ারে বেশিরভাগ শতরানই বিরাট কোহলি এই মাসে করেছেন। এবার সেই অক্টোবর মাসে আরম্ভ হচ্ছে ওডিআই বিশ্বকাপ। বিরাট কোহলি নিজের সেরা ছন্দে থাকবেন এমনটাই প্রত্যাশা করছেন সকলে।