স্টার জলসার মহালয়ায় রয়েছে বিশেষ চমক, কোয়েলের পাশাপাশি রয়েছেন তৃণা-সন্দীপ্তাও

বাংলা হান্ট ডেস্ক : পুজোর কাউন্ট ডাউন শুরু করে দিয়েছে আম বাঙালি। বঙ্গের প্রতিটি কোণায় এখন শুধু উৎসবের আমেজ। আর দিন কয়েকের অপেক্ষা তারপরেই দেবীপক্ষের সূচনা। এইদিন মহালয়ার (Mahalaya) ভোরে রেডিওয় মহিষাসুরমর্দিনী না শুনলে যেন বঙ্গবাসীর পুজো শুরুই হয় না। মহালয়ার দিনটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ শুনে দিন শুরু করাটা বাঙালির অভ্যাস। তবে আজকাল টিভির মহালয়াও ভালোই জনপ্রিয়তা পেয়েছে।

যদিও আকাশের অবস্থা খুব একটা সুখকর নয়। বৃষ্টি দিয়ে সব ভণ্ডুল করতে চাইলেও বাঙালি দেবীর আহ্বান করতে প্রস্তুত। বাংলার চ্যানেলগুলিও প্রস্তত তাদের মহালয়া নিয়ে। স্টার জলসার পর্দায় এইদিন ভোর পাঁচটা থেকে দেখানো হবে ‘যা দেবী সর্বভূতেষু’। দেবী দুর্গা রূপে ধরা দেবেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। মিতিন মাসি হিসেবে আবির্ভূত হওয়ার আগেই হাতে ত্রিশূল তুলে নেবেন নায়িকা।

তবে কোয়েল ছাড়াও আরও দুই অভিনেত্রীকে দেখতে পাবেন দর্শক। আর সেই দুজন হলেন তৃণা সাহা (Trina Saha) এবং সন্দীপ্তা সেন (Sandipta Sen)। এই দুই নায়িকাকে আগেও স্টার জলসায় পর্দায় দেখেছেন দর্শক। তবে এবার সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাবে তৃণা-সন্দীপ্তাকে। এখানে গল্প কথক হিসেবে নাচের তালে তালে ধরা দেবেন দুই অভিনেত্রী।

আরও পড়ুন : ‘যেন কন্যা সন্তান…’, গর্ভাবস্থার আট মাসের মাথায় এ কী বললেন শুভশ্রী? শুরু জল্পনা

অন্যদিকে মা কালীর ভূমিকায় ধরা দেবেন ‘সাধক রামপ্রসাদ’ ধারাবাহিকের মা কালী ওরফে পায়েল দে। মা অন্নপূর্ণার ভূমিকায় রয়েছেন তুঁতে ওরফে দীপান্বিতা রক্ষিত। অন্যদিকে মহামায়া রূপে ধরা দেবেন ঐশানী ওরফে শুভস্মিতা মুখোপাধ্যায়কে। সুস্মিতা দে-কে দেখতে পাবেন দেবী ব্রহ্মচারিণী রূপে। এবং আদিদেব মহাদেবের ভূমিকায় রয়েছেন রণজয় বিষ্ণু।

আরও পড়ুন : ICU থেকে বেরোলেও বিপদ কাটেনি! গুরুতর অসুস্থ শ্বেতার মা, স্বাস্থ্যের খবর দিলেন ‘যমুনা ঢাকি’

 

মহালয়ার গানের তালে নৃত্য পরিবেশনা করবেন সন্দীপ্তা এবং তৃণা। সব শেষে মহিষাসুরমর্দিনী রূপে আবির্ভূত হবেন কোয়েল। রণং দেহী রূপে অসুর বধ করবেন তিনি। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে যে প্রোমো সামনে আনা হয়েছে তাতে লেখা রয়েছে, ‘১৪ অক্টোবর, শনিবার মহালয়ার পুন্যলগ্নে দেখুন যা দেবী সর্বভূতেষু ঠিক ভোর 5 টায়।’ প্রোমোতে সমস্ত অভিনেত্রীকেই একটু একটু করে দেখানো হয়েছে। যা দেখে ভক্তরাও বেশ খুশি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর