বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিবছর হাজার হাজার যুবক-যুবতী UPSC (Union Public Service Commission) পরীক্ষায় সফলতা অর্জনের জন্য পরিশ্রম করে যান। এদিকে, এই পরীক্ষাকে দেশের অন্যতম কঠিন একটি পরীক্ষা হিসেবে বিবেচিত করা হয়। শুধু তাই নয়, প্রতিবছর বহু পরীক্ষার্থী এই পরীক্ষা দিলেও তাঁদের মধ্যে মাত্র কিছুজনই এখানে সফলতা অর্জন করতে পারেন। তবে, তাঁদের মধ্যে আবার কিছুজন থাকেন যাঁরা প্রথম প্রচেষ্টাতেই এহেন কঠিন পরীক্ষা সহজেই পাশ করে যান। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেই রকমই এক ব্যক্তির প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি মাত্র ২১ বছর বয়সে IPS (Indian Police Service) অফিসার হয়ে নজির গড়েছেন।
মূলত, আজ আমরা আপনাদের কাছে উত্তরপ্রদেশের বারাবাঙ্কির বাসিন্দা আদর্শ কান্ত শুক্লার বিষয়ে জানাবো। একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা আদর্শ যখন IPS হয়েছিলেন, তখন তাঁর বাবা রাধাকান্ত শুক্লা একটি প্রাইভেট ফার্ম অ্যাকাউন্টেন্ট ছিলেন। তাঁর বাবাও সরকারি আধিকারিক হতে চেয়েছিলেন। কিন্তু বাড়ির আর্থিক দুর্বলতার কারণে সেই স্বপ্ন তাঁর পূরণ হয়নি। যদিও, তাঁর ছেলে আজ IPS অফিসার হয়েছেন।
আদর্শ কান্ত শুক্লার বাবা প্রায় ২০ বছর আগে গ্রাম থেকে বারাবাঙ্কিতে আসেন। প্রথমে একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। আদর্শের পড়াশোনায় তাঁর বাবা-মা কোনো খামতি রাখেননি। বরং, তাঁরা তাঁদের ছেলেকে অফিসার করার স্বপ্ন দেখেছিলেন। যেই স্বপ্ন আদর্শ অল্প বয়সেই পূরণ করেন।
আরও পড়ুন: বড় খবর! চড়চড়িয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, এবার কী বাড়বে পেট্রোল-ডিজেলের মূল্যও?
ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন আদর্শ। তিনি লখনউয়ের ন্যাশনাল পিজি কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। শুধু তাই নয়, তিনি বিএসসিতে গোল্ড মেডেলিস্ট ছিলেন। আদর্শ সবসময়ই IPS হওয়ার স্বপ্ন দেখতেন। তাই, স্নাতক শেষ করার সাথে সাথেই তিনি UPSC-এ জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।
আরও পড়ুন: বিদ্যুৎ, খাবার, জল…সব বন্ধ! গাজার বিরুদ্ধে বড় অ্যাকশন ইজরায়েলের, পুরো ঘিরে ফেলার নির্দেশ
আদর্শ ২০২০ সালে প্রথমবার UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রথম প্রচেষ্টায়, তিনি সর্বভারতীয় স্তরে ১৪৯ তম স্থান অর্জন করেন এবং পরবর্তীতে IPS অফিসার হন। এদিকে, এই পরীক্ষায় যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের উদ্দেশ্যে আদর্শ জানিয়েছেন যে, সিভিল সার্ভিস পরীক্ষাকেও অন্যান্য পরীক্ষার মতো বিবেচনা করা উচিত। তবে, এটিকেই জীবনের একমাত্র লক্ষ্য করা উচিত নয়।