বাংলাহান্ট ডেস্ক : সময়টা ১৮৫৩ সাল, ১৬ এপ্রিল। প্রতিষ্ঠিত হয় ভারতীয় রেলওয়ে। এরপর ধীরে ধীরে ভারতের রেল ব্যবস্থা ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোণায়। বর্তমানে ভারতীয় রেল বিশ্বের অন্যতম দীর্ঘতম ও ব্যস্ততম রেল ব্যবস্থা। বিগত কয়েক বছরে ভারতীয় রেল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রেল ব্যবস্থাকে আরও উন্নত করার।
এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রেল ব্যবস্থার বৈদ্যুতিকরণ নিয়ে আশার কথা শোনালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অত্যন্ত তৎপরতার সাথে চেষ্টা চালানো হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে দেশের সমস্ত রেলপথ বৈদ্যুতিকরণ করার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আট হাজার কোটি টাকার রেল প্রকল্পের ঘোষণা করেন তেলেঙ্গানার নিজামাবাদে।
আরোও পড়ুন : ৮৬ হাজারের Samsung Galaxy S22 মিলছে মাত্র ১৪ হাজারে! ধামাকা অফার দিল Flipkart
এছাড়াও একাধিক রেল প্রকল্পের শিলান্যাস করেন তিনি। নরেন্দ্র মোদি এরই সাথে জানিয়েছেন চেষ্টা চালানো হচ্ছে যাতে আগামী কয়েক মাসের মধ্যে দেশের প্রত্যেকটি রেলপথে বৈদ্যুতিকরণ করা যায়। এর সাথে এনটিপিসির তেলেঙ্গানা সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের সূচনা করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি এদিনের ভাষণে বারবার রেল ও বিদ্যুতের উন্নয়নের কথায় জোর দিয়েছেন।
আরোও পড়ুন ::হাতে মাত্র দুদিন! বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল, কোথায় কোথায় বৃষ্টি হবে?
প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য উৎসর্গ করা হল পেড্ডাপল্লী জেলায় এনটিপিসির সুপার থার্মাল পাওয়ার প্লান্টের প্রথম ইউনিট। ৪০০০ মেগাওয়াট ক্যাপাসিটি রয়েছে এটির। প্রধানমন্ত্রীর কথায়, এনটিপিসির খুবই আধুনিক প্ল্যান্ট এটি। এই প্ল্যান্টের সুবিধা দ্রুত পেতে শুরু করবে তেলেঙ্গানা। কম দামে বেশি বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে এরফলে। অর্থনৈতিকভাবে উন্নতি হবে তেলেঙ্গানার।
এখনো দেশের বহু রেলপথে বৈদ্যুতিকরণ হয়নি। এগুলির মধ্যে রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু রেলপথ। দেশের অনেক প্রত্যন্ত এলাকার রেলপথ বৈদ্যুতিকরণের সুবিধা থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার বৈদ্যুতিকরণ নিয়ে আশার কথা শুনিয়েছেন। প্রধানমন্ত্রীর আশ্বাস বাণীতে প্রত্যন্ত এলাকার বাসিন্দারা খুশি হবেন বলাই যায়।